রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৬:৫৫:০৭

নতুন ৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

নতুন ৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী এখন আত'ঙ্কের একটাই নাম করোনা ভাইরাস। এই ভাইরাসের তা'ণ্ডবে এরই মধ্যে মৃ'ত্যুপু'রীতে পরিণত হয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স, চীন, ইরান ও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এদিকে, মিয়ানমারের বিজ্ঞানীরা বাদুড়ের শরীরে আরও ছয় ধরনের নতুন করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন। বর্তমানে সারা পৃথিবীতে যে সার্স-কভ-২ ভাইরাস ছড়িয়ে পড়েছে, নতুন ভাইরাসগুলো সেই একই গোত্রের। 

তবে জিনগতভাবে পার্থক্য থাকায় মানুষর জন্য অতটা ক্ষ'তিকর নয় সেগুলো। মিয়ানমার সরকার নিজেদের অর্থায়নে 'প্রেডিক্ট' প্রকল্পের অধীনে বাদুড়ের ওপর গবেষণা করতে গিয়ে ভাইরাসগুলোর অ'স্তি'ত্ব পেয়েছে। গবেষণা দলের একজন জানিয়েছেন, অনেক করোনা ভাইরাস মানুষের জন্য ক্ষ'তিকর নয়। কিন্তু এগুলো শুরুতে প্রাণীর শরীরে শনা'ক্ত করা গেলে বড় বি'পদ এড়ানো যায়।

সম্প্রতি বিশ্বব্যাপী বি'প'র্যয় নামিয়ে আনা করোনা ভাইরাস নিছক সাধারণ কোনও ফ্লু ভাইরাস নয়। জিনের গঠন বদলে প্রতিনিয়ত এই ভাইরাস নিজের চরিত্রই বদলে ফেলে আরও সং'ক্রা'মক হয়ে উঠছে। এত বেশি নিজেকে বদলাচ্ছে এই ভাইরাস যে এর মতিগতি বোঝাই অসম্ভব হয় পড়ছে বিশ্বের বাঘা বাঘা ভাইরোলজিস্টদের কাছে। সূত্র : ইরাবতি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে