রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৭:৫৮:২৫

লকডাউন ভাঙায় বিদেশি পর্যটকদের যে অভিনব শা'স্তি দিল ভারতীয় পুলিশ

লকডাউন ভাঙায় বিদেশি পর্যটকদের যে অভিনব শা'স্তি দিল ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের বিধিনি'ষেধ মানতেই হবে। না হলে জুটবে কড়া শা'স্তি সে দেশি হোক বা বিদেশি। নিয়ম সকলের জন্যই সমান। তাই লকডাউনের নিয়ম অমান্য করায় ভারতের উত্তরাখণ্ডে শা'স্তিস্বরূপ ৫০০ বার 'সরি' (Sorry) লেখার দ'ণ্ড পেলেন ১০ জন বিদেশি প'র্যটক। অতিথি বলে সবকিছুতে ছাড় নেই, সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিল উত্তরাখণ্ড প্রশাসন।

জানা গেছে, লকডাউনের নিয়ম ভেঙে উত্তরাখণ্ডের তপোবন এলাকায় গঙ্গার হাওয়া খেতে বেরিয়েছিলেন ১০ জন বিদেশি পর্যটক। গঙ্গার ধা'র ধ'রে দিব্যি হাঁটছিলেন তারা। ঠিক তখনই লাঠি উঁচিয়ে চিৎকার করে পথ আগলে দাঁড়ান কয়েকজন পুলিশকর্মী। প্রথমে লকডাউনের গুরুত্ব ও নিয়মাবলী বোঝানোর চেষ্টা করা হয় পর্যটকদের। তারপরই বিধি ভাঙার জন্য সা'জা দেন পুলিশকর্মীরা। না ক'ঠো'র কিছু নয়। গঙ্গার ধারে বসেই কাগজে অন্তত ৫০০ বার পর্যটকদের লিখতে হয়, ''আমরা লকডাউনের নিয়ম মানিনি। সেই জন্য খুবই দুঃখিত।'' 

তপোবন থানার উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ''ওই পর্যটকরা কেউ মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ অস্ট্রেলিয়া আবার কেউ মেক্সিকোর বাসিন্দা। অনেকদিন ধ'রেই তারা হৃষিকেশে রয়েছেন। সম্ভবত লকডাউন শুরু হয়ে যাওয়ায় দেশে ফিরে যেতে পারেননি। কিন্তু তাই বলে তাদের যত্রতত্র ঘুরে বেড়াবার অনুমতি দেওয়া হবে না। লকডাউনের বি'ধিনিষে'ধ স্থানীয়দের জন্য যতটা, ততটাই এ দেশে থাকা বিদেশিদের জন্যও। সেই গুরুত্ব বোঝাতেই তাদের ৫০০ বার কাগজে 'সরি' লিখতে বলা হয়।'' সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে