আন্তর্জাতিক ডেস্ক : সাদা রঙের গামছা। এক ধারে লালের ছোঁয়া। গামছার মতো লম্বা কাপড়ে মুখ ঢেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসলেন। দু'দিন আগে বারাণসীর বিজেপি নেতাদের মোদি বলেছিলেন, মা'স্ক কিনে পয়সা খরচ করার দরকার নেই। উত্তরপ্রদেশের মানুষ যেমন গলায় ঝোলানো গামছা দিয়ে নাক-মুখ ঢাকতে অভ্যস্ত, তেমন গামছাই যথেষ্ট।
বিরো'ধীরা তখন কটা'ক্ষ করেছিলেন, মোদি সরকার যথেষ্ট মাস্কের ব্যবস্থা করতে পারছে না। সেই ব্য'র্থতা ঢাকতে প্রধানমন্ত্রী গামছায় মুখ ঢাকার কথা বলছেন। কিন্তু তিনি যে নিছক কথার কথা বলেননি, তা প্রমাণ করতে আজ মোদি নিজেই গামছায় মুখ ঢেকে বৈঠকে বসেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন মাস্কে মুখ ঢেকে। কিন্তু মোদি গামছাতেই কাজ চালিয়ে নেন।
বৃহস্পতিবার মোদি বারাণসীতে বিজেপির জেলা সভাপতি, মহানগর সভাপতি ও বিধায়কদের সঙ্গে আলাদা ভাবে ফোনে কথা বলেছিলেন। জেলা সভাপতি হংসরাজ বিশ্বকর্মাকে তখনই তিনি বলেন, মাস্কের জন্য আলাদা খরচের দরকার নেই। মাস্ক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের দরকার। উত্তরপ্রদেশের সবাই কাঁধে গামছা রাখেন। রাস্তায় বেরোতে হলে গামছা দিয়ে মুখ বেঁধে নিলেই চলবে। প্রধানমন্ত্রীর পরামর্শ শোনার পরে শুক্রবার বারাণসীতে বিজেপি কর্মীরা আমজনতার মধ্যে গেরুয়া রঙের গামছা বিলি করেন। সূত্র : এএনআই