রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৮:৫৪:০৬

করোনা আত'ঙ্কের মধ্য ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

করোনা আত'ঙ্কের মধ্য ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : গোটা ভারত জুড়ে করোনা আত'ঙ্ক। চলছে ২১ দিনের লকডাউন। এই পরি'স্থিতিতেই রবিবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন এলাকা। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। মাত্র কয়েক সেকেণ্ডই কম্পন অনুভূত হয়। তবে তাতে বড়সড় কোনও ক্ষ'য়ক্ষ'তি হয়নি। 

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব দিল্লি। তবে রিখটার স্কেলে তী'ব্রতা ছিল ৩.‌৫। আর তাই ক্ষ'য়ক্ষ'তি বা প্রা'ণহা'নির কোনও খবর আপাতত নেই। করোনার প্রকো'প রু'খতে এমনিতেই দেশজুড়ে ২১ দিনের লকডাউন জা'রি রয়েছে। যা পরি'স্থিতি, আরও দু'‌সপ্তাহ বাড়তে পারে লকডাউনের সময়সীমা। আর তাই বাড়ির বাইরে পা রাখছেন না কেউ। 

এমন পরি'স্থিতিতে সকলে যাতে নিরা'পদ থাকেন, তার জন্য টুইটারে বার্তাও দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তিনি লেখেন, ''‌দিল্লিতে কম্পন অনভূত হয়েছে। আশাকরি সকলে নিরা'পদে রয়েছেন। আপনাদের প্রত্যেকের নিরা'পত্তার জন্য প্রার্থনা করছি।''‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে