রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৮:৫৭:০৮

করোনাভাইরাস: আমেরিকার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে রাশিয়া?

করোনাভাইরাস: আমেরিকার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রা'দুর্ভাবে দি'শেহা'রা হয়ে পড়েছে আমেরিকা। ইতোমধ্যে প্রাণঘা'তী এই ভাইরাসের বি'ষা'ক্ত ছো'বলে দেশটিতে ৫ লাখ ৩২ হাজার ৮ শতাধিক মানুষ বলা যায়।এই ভাইরাসের ধ্বং'সয'জ্ঞে অস'হায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধ'র এই রাষ্ট্র।

করোনাভাইরাসের প্রা'দুর্ভাবে আমেরিকা সরকার যখন বি'পর্য'স্ত তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশটির বিরু'দ্ধে গু'প্তচ'রবৃত্তি ও গো'পন ত'থ্য হাতিয়ে নেওয়ার চে'ষ্টা বা'ড়িয়ে দিয়েছে রাশিয়া।এমন অভিযোগ করেছে করেছে আমেরিকা। মার্কিন অভ্যন্তরীণ নিরাপ'ত্তা বিষয়ক মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে রাশিয়ার বিরু'দ্ধে এই অভি'যোগ আনে।

বিবৃতিতে বলা হয়, প্রাণঘা'তী করোনাভাইরাসের বিরু'দ্ধে আমেরিকা কী কী পরিক'ল্পনা গ্রহণ করছে তা জানার জন্য রাশিয়া গু'প্তচ'রবৃত্তি চা'লাচ্ছে।এতে আরও বলা হয়, চীন থেকে বিশ্বব্যা'পী করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়তে শুরু করার পর গত জানুয়ারি মাস থেকে রাশিয়া ব্যা'পকভাবে মি'থ্যা ও বা'নো'য়াট খবর প্রচার করতে শুরু করেছে।

ওয়াশিংটন থেকে ইয়াহুনিউজ এ খবর দিয়ে জানিয়েছে, রাশিয়ার বিরু'দ্ধে এসব অভি'যোগের পক্ষে ওয়াশিংটনের হাতে কোনও প্রমাণ আছে কি না তা জানতে চাইলে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় কোনও জবা'ব দিতে অপা'রগতা প্রকা'শ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে