রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৯:১৬:১৩

করোনার সু'যোগে জে'ল থেকে পা'লিয়ে ছিলেন রাজনৈতিক নেতা, এবার হল ফাঁ'সি!

করোনার সু'যোগে জে'ল থেকে পা'লিয়ে ছিলেন রাজনৈতিক নেতা, এবার হল ফাঁ'সি!

আন্তর্জাতিক ডেস্ক: করোনার সু'যোগে জে'ল থেকে পা'লা'নো কুর্দি বং'শো'দ্ভূ'ত এক রাজনৈতিক নেতাকে ফাঁ'সিতে ঝু'লি'য়েছে ইসলামী প্র'জাত'ন্ত্র ইরান। শনিবার ভোরে পশ্চিম ইরানের কু'র্দি'স্তা'ন প্রদেশের সা'ক্কে'জ শহরের একটি কা'রাগারে তাকে ফাঁ'সিতে ঝু'লা'নো হয়।

এর আগে মা'নবা'ধিকারকর্মীরা আ'শ'ঙ্কা প্র'কা'শ করেছিলেন যে, ইরান দু'জন রাজনৈতিক ব'ন্দির মৃ'ত্যুদ'ণ্ড কা'র্যকর করতে প্র'স্তুতি নি'চ্ছে। ফাঁ'সি হওয়া ব্যক্তির নাম মোস্তফা সা'লিমি (৫৩)। তবে অপরজনের ভা'গ্যে কী ঘ'টে'ছে সেটা এখনও পরি'ষ্কার নয়।

গত ২৭ মার্চ, সা'লিমি নভেল করোনভাইরাস প্রা'দুর্ভা'বের মধ্যে কা'রাগা'রে বি'ক্ষো'ভ চ'লাকা'লীন সময়ে অন্য কয়েক হাজার ব'ন্দী'র সঙ্গে পা'লি'য়ে গিয়েছিলেন। সা'লিমির বি'রু'দ্ধে কারা বি'ক্ষো'ভে নেতৃ'ত্ব দেওয়ার অভি'যোগ আ'না হয়েছে।

ইসলামিক প্র'জাত'ন্ত্রের নি'রাপ'ত্তা বাহি'নী ২০০৩ সালে প্রথম সালিমিকে গ্রে'প্তার করেছিল। সেসময় ঈশ্বরের বি'রু'দ্ধাচা'রণের অভি'যোগ তাকে মৃ'ত্যুদ'ণ্ডের রা'য় দিয়েছিল একটি আদালত। পরে এই রা'য়ের বি'রু'দ্ধে আপিল করলে মৃ'ত্যুদ'ণ্ড ম'ওকু'ফ করে তাকে ১৫ বছরের কা'রাদ'ণ্ড দেওয়া হয়। ইরানে ইস'লামী সরকারের বিরু'দ্ধে বি'দ্রো'হ গু'রু'তর অপ'রাধ হিসাবে গ'ন্য হয়। বি'দ্রো'হের সময় সা'লিমি কা'রাগার থেকে বে'রিয়ে ইরাকের স্বা'য়'ত্তশা'সি'ত কু'র্দি অঞ্চ'লে পা'লিয়ে যান।

ইরান হিউ'ম্যা'ন রাই'টস (আইএইচআর) এর মতে, ইরানের চা'পের মু'খে ইরাকের কু'র্দিস্তা'ন আঞ্চ'লিক সরকার (কেআরজি) সালিমিকে তেহরানের হাতে হ'স্তা'ন্ত'র করে।

করোনার প্রা'দুর্ভা'বের সময় সাক্কেজের একটিসহ ইরানের কমপ'ক্ষে আটটি কারা'গারে ব'ন্দী'দের মধ্যে বি'ক্ষো'ভের সৃ'ষ্টি হয়। অ্যা'মনে'স্টি ইন্টা'রন্যাশনাল এবং ইরানের মা'ন'বাধি'কার সং'স্থাগুলি বলছে যে, দেশটির নি'রাপ'ত্তা বাহি'নী কা'রাগা'রের বি'ক্ষো'ভ চ'লাকা'লীন এ পর্যন্ত ৩৫ জন ব'ন্দিকে হ'ত্যা করেছে।সূত্র- রেডিও ফারদা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে