রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১১:০৪:৫৫

সুস্থ্য হয়ে ফিরে দুই নার্স ও চিকিৎসকদের প্রতি বরিস জনসনের কৃতজ্ঞতা

সুস্থ্য হয়ে ফিরে দুই নার্স ও চিকিৎসকদের প্রতি বরিস জনসনের কৃতজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১০ দিন তিনি করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেছেন। আজ রোববার হাসপাতাল ছেড়ে তিনি তার সুস্থতার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দেন। এ নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। 

এতে বরিস জনসন বলেন, হাসপাতালের কর্মীদের মধ্যে তিনি ব্যক্তিগত সাহস দেখতে পেয়েছেন। নিউজিল্যান্ড থেকে আসা নার্স জেনি ও পর্তুগাল থেকে আসা নার্স লুইস তার পাশে ৪৮ ঘন্টা থেকে সেবা দিয়েছেন বলেও জানান বরিস। এছাড়া যত চিকিৎসক তার চিকিৎসা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ প্রদান করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে