সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ১২:১৭:২৩

করোনার ৪০ টি টিকা নিয়ে কাজ করছে ভারত

করোনার ৪০ টি টিকা নিয়ে কাজ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ক্র'মশই অপ্র'তিরো'ধ্য হয়েছে উঠছে করোনা ভাইরাস। জিনের বদল ঘটিয়ে আরও শ'ক্তিশালী হচ্ছে, প্রতিনিয়ত নিজেকেই বদলে ফেলছে মা'রণ এই ভাই'রাস। একমাত্র ভ্যাকসিন ছাড়া একে ঠে'কানো ক'ঠিন। যদিও করোনা ভাইরাস মো'কাবেলায় দেশে দেশে নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এগুলোর কোনটাই ধোপে টিকছে না। 

তবে এবার করোনা মো'কাবেলায় একটি দুটি নয় ৪০টি টীকা প্রস্তুত করতে চলেছে ভারত! যদিও এখনও কোনটি শেষ পর্যায়ে যায়নি। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানান হয়েছে। যদিও বিশ্বের কোন দেশই এখন পর্যন্ত করোনা মো'কাবেলা করতে পারে এমন কোনও কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। 

ভারতের এই দাবি যদি সত্যি হয় তাহলে করোনা মোকাবেলায় সেটা হবে মাইলফলক। করোনা রোধে আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্তিতেই ৩০ এপ্রিল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, মানবিকভাবেই লকডাউন জারির পক্ষে রাজ্য। তবে নিয়ম মেনে খোলা থাকবে বাজার। 

এই পরি'স্থিতিতে কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ৩৬ হাজার কোটি, জিএসটি বাবদ ১১ হাজার ২০০ কোটি সহ করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দাবি করেছে মমতা সরকার। পশ্চিমবঙ্গে করোনায় আক্রা'ন্ত বেড়ে হয়েছে ৯৫। এই সংখ্যা আগামী কয়েকদিন বাড়বে, কিন্তু এতে ভ'য়ের কিছু নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, করোনায় মৃ'ত্যুর সংখ্যায় ইতালিকে ট'পকে গেছে আমেরিকা। সেদেশে মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের। যা বিশ্বে সর্বাধিক। আমেরিকায় মৃ'ত্যুর সংখ্যা গ্রীষ্ম পর্যন্ত ২ লাখ ছাপিয়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতালি ও স্পেনে করোনায় মৃত্যর হার যথাক্রমে ১৯, ৪৬৮ এবং ১৬,৩৫৩। গোটা বিশ্বে কভিড-১৯ পজেটিভ প্রায় ১৮ লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৯ হাজার মানুষের। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে