বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখলেন ক্যামেরন
আন্তর্জাতিক ডেস্ক : বন্যা আক্রান্ত ইংল্যান্ডের ইয়র্ক শহরে উদ্ধারের কাজ দেখতে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। টানা বৃষ্টির চোটে এখন ইয়র্ক–সহ গোটা উত্তর ইংল্যান্ডই জলের তলায়। সেনাবাহিনীর সঙ্গে ক্যামেরন ঘুরে দেখলেন বন্যাদুর্গত এলাকা।
সোমবারই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ক্যামেরন জানিয়েছেন, বন্যা মোকাবিলায় উত্তর ইংল্যান্ডে কাজ করছে ৩০০ ছোট সেনা দল, রবিবার সেখানে আরও ১৭০ দল যোগ দিয়েছে। তবে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তার জন্য সর্বদা ১০০০টি দল প্রস্তুত রেখেছে প্রশাসন।
বন্যা পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে, ইয়র্কের ছোট রাস্তাগুলিতে দাঁড়িয়ে থাকা গাড়ির ছাদ অবধি জল উঠে গেছে। ব্রিটিশ সংবাদপত্রে অভিযোগ তোলা হয়েছে, সরকারি পরিকল্পনার অভাবে ভবিষ্যতে প্রতি বছরই বন্যার মুখোমুখি হতে হবে দেশকে। এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার নির্দিষ্ট কোনও পরিকল্পনাই নেই প্রশাসনের।
২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস