আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানেও হু হু করে বাড়ছে করোনা আক্রা'ন্তের সংখ্যা৷ ইতিমধ্যেই সে দেশে ৫ হাজার ২৩০ ছুঁয়ে ফেলেছে আক্রা'ন্তের সংখ্যা৷ রবিবারই সাড়ে ৪০০ জনের দেহে নতুন করে করোনা সং'ক্র'মণ দেখা দিয়েছে৷ এ হেন পরি'স্থিতিতে বিশ্বের কাছে আর্থিক সাহায্য চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷
বিশ্বের কাছে তার আর্জি, পাকিস্তানের ঋণ মকুব করা হোক, কারণ করোনার বিরু'দ্ধে লড়া'ইয়ে পাকিস্তানের আর্থিক সাহায্য দরকার৷ একটি ভিডিও মেসেজে ইমরান বলেন, ঋণের ভারে ডুবে আছে পাকিস্তান৷ করোনা ভাইরাস মো'কাবিলায় পর্যাপ্ত অর্থও নেই৷ চিকিত্সার বিপুল খরচ৷ পাকিস্তানবাসীকে রেহাই দিতে ও সুস্থ রাখতে ঋণ মকুব করা হোক৷ তার কথায়, 'বিশ্বের সব দেশ একে অপরকে সাহায্য না করলে এই মহামা'রির বি'রু'দ্ধে লড়া'ই করা সম্ভব নয়৷'
ইমরান বলেন, করোনা অভূতপূর্ব অর্থনৈতিক চ্যালে'ঞ্জের মুখে ঠেলে দিয়েছে৷ গ্রেট ডিপ্রিশনের চেয়ে ভ'য়াব'হ হতে চলেছে এই বিশ্বম'ন্দা৷ জাতিসঙ্ঘ, আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্য চাওয়ার পাশাপাশি ঋণ মকুবেরও আর্জি জানিয়েছে পাক সরকার৷ ইন্টারন্যাশনাল মনিটারি ফআন্ডের কাছে ১৪০০ কোটি মার্কিন ডলার ও বিশ্বব্যাঙ্কের কাছে ১০০ কোটি মার্কিন ডলার প্রাথমিক ভাবে সাহায্য হিসেবে চেয়েছে পাকিস্তান৷ ইমরানের বক্তব্য, পাকিস্তান সরকার ইতিমধ্যেই দেশবাসীর জন্য ৮০০ কোটি মার্কিন ডলার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে৷ সূত্র : নিউজ ১৮