সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ০৮:২২:০৩

৮ মাসের গর্ভবতী হয়েও করোনা রু'খতে পালন করছেন পুলিশের ডিউটি

৮ মাসের গর্ভবতী হয়েও করোনা রু'খতে পালন করছেন পুলিশের ডিউটি

আন্তর্জাতিক ডেস্ক : বারবার ভারতের সর্বত্র পুলিশকর্মীরা বার্তা দিয়েছেন, 'করোনা ভাইরাস রু'খতে আপনারা বাড়িতে থাকুন। আমরা পথে থেকে করোনা মো'কাবিলায় সাহায্য করব।'‌ ভারতের বিভিন্ন প্রান্তে সেই ল'ড়াইয়ে পুলিশকর্মীদের আদর্শ উদাহরণ বিশ্ববাসী দেখছে।

এই মহিলা পুলিশকর্মীও তেমন। এখনও পর্যন্ত ভারতের গুজরাতের নর্মদা জেলায় একজনও করোনা আক্রা'ন্তের সন্ধান পাওয়া যায়নি। যদিও সমস্ত দিক থেকে এই জেলা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশকর্মীরা ১২ ঘণ্টার শিফটে সারাদিন ডিউটি করছেন। তাই দায়িত্ব ভুলে যাননি রিতা রানি। ৮ মাসের গর্ভবতী হয়েও তিনি পালন করে যাচ্ছেন পুলিশকর্মীর দায়িত্ব।

সন্তানসম্ভবা হওয়ায় তার এখন এমনিতেই বাড়িতে থাকার কথা। কিন্তু তিনি সং'কটের মুহূর্তে দেশের কাজে নিজেকে লিপ্ত করেছেন। তিনি জানিয়েছেন, '‌'মাতৃত্বকালীন ছুটি আছে। কিন্তু আমি যখন দেখছি, এই ক'ঠিন সময়ে আমার বিভাগের অন্য কর্মীরা কাজ করছেন, ঝুঁ'কি নিচ্ছেন, তখন আমি বসে থাকি কী করে? আমি করোনা প্রতিরো'ধের সমস্ত নিয়ম মানছি। স্যানিটাইজ করছি হাত। মাস্ক পরছি। কারণ আমি জানি, আমার কিছু হলে আমার সন্তানের ক্ষ'তি হবে।''

রিতা রানির কাছে দায়িত্ব সবার ওপরে। তাই ভোরবেলা উঠে সাত কিলোমিটার স্কুটি চালিয়ে তিনি নর্মদা জেলার রাজপিপলা যাচ্ছেন নিজের দায়িত্ব পালন করতে। বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে আসছেন। ডিউটির মাঝে অনাগত সন্তানের কথা চিন্তা করে সময় মতো খাবারও খেয়ে নিচ্ছেন তিনি। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে