সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ০৮:৩৬:২৯

লকডাউনে সবাইকে ঘরে রাখতে এবার রাস্তায় 'ভূতে'র নজরদারি!

লকডাউনে সবাইকে ঘরে রাখতে এবার রাস্তায় 'ভূতে'র নজরদারি!

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত কেপুহ গ্রাম। ভূতের উত্‍'পাতে নাকি এখন তট'স্থ এই গ্রামের বাসিন্দারা।

তবে একটু খতিয়ে দেখলে জানা যায় ভেতরের গল্পটা। সাধারণ মানুষ যাতে লকডাউন ভে'ঙে রাস্তায় না বের না হন, তার জন্যই এই ভূতের দল নিয়ে মাঠে নে'মেছে প্রশাসন। আসলে গ্রামর'ক্ষী বাহিনীর সদস্যদেরই সাদা কাপড়ে মুড়ে ভূত সাজিয়ে রাস্তায় বের করা হয়েছে। তাতে কাজও হয়েছে দারুণ। করোনার ভ'য়ে না হলেও ভূতের ভ'য়ে আর রাস্তায় বের হচ্ছেন না কেপুহ গ্রামের বাসিন্দারা।

স্থানীয় ভাষায় গ্রামের রাস্তায় ঘু'রে বেড়ানো অতৃ'প্ত আ'ত্মাদের বলে পোকং। পূর্ণিমার রাতে বিশেষ করে পোকং ঘু'রে বেড়ায় বলে প্রচলিত বিশ্বাস এখানে।এদিকে, ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত ৪,৫৫৭ জন করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন, মৃ'ত্যু হয়েছে ৩৯৯ জনের। সা'বধান না হলে এখানে ১,৪০,০০০ মানুষের মৃ'ত্যু হতে পারে বলে সত'র্ক করেছেন দেশটির বিশেষ'জ্ঞরা।

করোনায় এই মৃ'ত্যু ঠে'কাতে নানা পদক্ষে'প নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এরইমধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশটির কয়েকটি শহর লকডাউন করা হয়েছে। সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে