হিংসার বদলে হিংসা নয় : বাবুল সুপ্রিয়
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছে। কিন্তু মানুষের দৃষ্টি ঘোরাতে তারা প্রচার করছে বিজেপি আর তৃণমূল কাছাকাছি আসছে। সিপিএম দল হিসেবে জাতীয় স্তরে দিগ্বিদিকশূন্য। সোমবার এভাবেই সিপিএমের সমালোচনা করলেন ভারতের কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী ও প্রখ্যাত সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়।
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, সি পি এম কংগ্রেসের ওপর ভর করে দাঁড়াতে চাইছে। এদিন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য দপ্তরে দিলীপবাবুর সঙ্গে দেখা করেন তিনি। বাবুলের মতে, দিলীপবাবু রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর দলে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে। তার দাবি, আগে বামফ্রন্ট সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করত না। এখন তৃণমূলও সেই পথে চলছে। কেন্দ্র–রাজ্য সঙ্ঘাত রয়ে গেছে।
তিনি বলেন, রাজ্যবাসীর কাছে আবেদন করছি আমাদের পরীক্ষা দেওয়ার একটা সুযোগ দিন। হিংসার বদলে হিংসা নয়। বিজেপি তৃণমূলের সঙ্গে জোটে যাবে না। মদন মিত্রের ফের জেল যাওয়ার ঘটনায় তা প্রমাণিত হয়ে গেছে।
আসলে সিপিএম চাইছে কংগ্রেসের সঙ্গে জোট। সেই ব্যাপার থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে সরাতে তারা প্রচার করছে বিজেপি, তৃণমূল কাছাকাছি আসছে। দিলীপবাবুর কথায়, বিধানসভা ভোটের পর সিপিএম প্রান্তিক দলে পরিণত হবে।
২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস