মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ০১:১৫:৫৫

করোনায় ল'ণ্ডভ'ণ্ড নিউইয়র্কে মৃত্যু সংখ্যা ১০ হাজার ছা'ড়াল

করোনায় ল'ণ্ডভ'ণ্ড নিউইয়র্কে মৃত্যু সংখ্যা ১০ হাজার ছা'ড়াল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘা'তী করোনাভাইরাসে মৃ'তের সংখ্যা ১০ হাজার ছা'ড়িয়েছে। মোট মৃত্যুর ৪৪ শতাংশই নিউইয়র্কের বাসিন্দা।যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিংস ইউনিভার্সিটি এ ত'থ্য জানিয়েছে।

জরিপ বলছে, সোমবার রাত পর্যন্ত দেশটিতে করোনায় আক্রা'ন্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৮৯১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রা'ন্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ২৮৮। যা ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সর্বাধিক।মৃ'তের সংখ্যায়ও নিউইয়র্কের অবস্থান শীর্ষে। নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মা'রা গেছেন ৮৫৫ জন করোনা রোগী। সোমবার রাত পর্যন্ত করোনায় রাজ্যটিতে প্রা'ণ হা'রিয়েছেন ১০ হাজার ৫৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃ'ত্যুর সংখ্যা ২২ হাজার ৯২৬ জন।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে জন্ম নেয়া প্রাণঘা'তী করোনাভাইরাস এখন পর্যন্ত সবচেয়ে বেশি তা'ণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্রে।তবে নিউইয়র্ক দেশটিতে করোনার আঁ'তুড়ঘরে পরিণ'ত হয়েছে।

এমন ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও একটু আশার আলো ছ'ড়িয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু মার্ক কুমো।তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে মৃ'ত্যুর হার কমেছে। যদিও মৃ'ত্যুর এই সংখ্যা এখনও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। নিখুঁ'ত ঘা'তক এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিউইয়র্কে আরও প্রায় ২ হাজার মানুষ সং'ক্রমিত হয়েছেন।

এদিকে নিউইয়র্কে মৃ'ত্যুর মি'ছিলে যোগ দিয়েছেন বাংলাদেশি অভিবাসীরাও। গত ২৪ ঘণ্টায় সেখানে ৭ বাংলাদেশির মৃ'ত্যুর খবর পাওয়া গেছে।

রোববার ভার্জিনিয়ার উডব্রিজ শহরে, জ্যামাইকার ব্রায়াউডে, এস্টোরিয়া বুলেভার্ডে, ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে, ব্রুকলিনে একজন করে এবং আপস্টেট নিউইয়র্কের বাফেলো সিটিতে ও কুইন্সে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে দুই জন করে মা'রা গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে