মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ০৬:১৭:০৯

করোনার মধ্যও ১২০০ কোটির বি'ধ্বং'সী ক্ষে'পণা'স্ত্র চুক্তি, কি করতে চাইছে ভারত-যুক্তরাষ্ট্র?

করোনার মধ্যও ১২০০ কোটির বি'ধ্বং'সী ক্ষে'পণা'স্ত্র চুক্তি, কি করতে চাইছে ভারত-যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক : করোনার মারে সবচেয়ে ক্ষ'তিগ্র'স্ত এই মূহূর্তে আমেরিকা। মৃ'ত্যুর সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। আ'ক্রা'ন্তের সংখ্যা ৬ লক্ষ ছুঁইছুঁই। দি'শাহা'রা অবস্থা বিশ্বের সর্বশক্তিধর দেশের স্বাস্থ্য ব্যবস্থার। কিন্তু এই পরি'স্থিতিতেও সমরা'স্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন সোমবারই ভারতকে বড়সড় অংকের অ'স্ত্র বিক্রির বিষয়ে সম্মতি দিয়েছে।

স'ঙ্কটের সময় পাশে দাঁড়িয়েছে ভারত। এবার আমেরিকার পালা। মার্কিন প্রতির'ক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে প্রায় ১২০০ কোটি টাকার সমরা'স্ত্র চুক্তি হতে চলেছে। নৌবাহিনীর পি-৮১ এয়ারক্রাফ্টের জন্য ডুবোজাহাজ ধ্বং'সকারী শক্তিশালী হারপুর মিসাইল ও টর্পেডো দেবে আমেরিকা। বোয়িং পি-৮১ হল মাল্টিমিশন নজরদারি এয়ারক্রাফ্ট যা বানানো হয়েছে ভারতীয় নৌবাহিনীর জন্য। 

উপকূলবর্তী এলাকায় ন'জরদারি, মাঝসমুদ্রে শ'ত্রু জাহাজের উপর নজর রাখা, এমনকি শত্রুপক্ষের সাবমেরিনকে ঘায়েল করতে হলেও এই এয়ারক্রাফ্টই অন্যতম বড় ভরসা নৌবাহিনীর। ২০০৯ সাল থেকেই ভারতীয় নৌবাহিনীর অ'স্ত্রভা'ণ্ডারে শোভা পাচ্ছে এই পি-৮১ এয়ারক্রাফ্ট। পেন্টাগন জানিয়েছে, ভারতীয় নৌসেনার এই পেট্রল এয়ারক্রাফ্টকে আরও শ'ক্তিশালী করে তোলার জন্য সাবমেরিন বি'ধ্বং'সী দূরপাল্লার ক্ষে'পণা'স্ত্র দেবে আমেরিকা। ১০ এজিএম-৮৪এল হারপুন ব্লক-২ মিসাইল যার পাল্লা প্রায় ১২৪ কিলোমিটার শীঘ্রই ভারতের হাতে তুলে দেওয়া হবে।

তাছাড়াও ওজনে হালকা ডুবোজাহাজ বি'ধ্বং'সী টর্পে'ডোও দেওয়া হবে চুক্তিমাফিক। এমকে ৫৪ এক্সারসাইজ তিনটি টর্পেডোর দাম প্রায় ৪৭৯ কোটি টাকা। ৩.৮৪ মিটার দৈর্ঘ্যের হারপুন মিসাইল যে কোনও রকমের সাবমেরিন ধ্বং'স করার ক্ষমতা রাখে। পেন্টাগন জানিয়েছে, এই মিসাইলের টা'র্গে'ট নির্ভুল। পি-৩ অরিয়ন, এভি-৮বি হারিয়ার-২, মার্কিন বিমানসেনার বি-৫২এইচ বোমারু বিমানে এই ধরনের মিসাইল ব্যবহার করা হয়। হারপুন ও টর্পে'ডো দুটোই ফিট করা হবে পি-৮১ এয়ারক্রাফ্টের সঙ্গে। 

নি'র্ভু'ল নি'শানায় ছুটে গিয়ে এই ক্ষে'পণা'স্ত্র ঘা'য়েল করতে পারবে যে কোনও সাবমেরিনকে। গোপনেও যদি হা'না দেয় ডুবোজাহাজ, সেই স্টেল্থ সাবমেরিনকেও নিমেষে ধ্বং'স করতে স'ক্ষ'ম এইসব ক্ষে'পণা'স্ত্র। সমুদ্রে গভীরে লড়াই চালানোর জন্য ভারতের হাতে রয়েছে সাবমেরিন বি'ধ্বং'সী এই টর্পেডো 'বরু'ণা'স্ত্র'। ১.২৫ টন ওজনের এই ইলেকট্রিক টর্পে'ডো ২৫০ কিলোগ্রাম বিস্ফো'রক বহন করে আ'ঘা'ত হা'নতে পারে প্রতিপক্ষের সাবমেরিনে। ব'রু'ণা'স্ত্রের বেগ গণ্টায় ৪০ নটিক্যাল মাইল। অল্প জল এবং গভীর জলে সমান দক্ষ ব'রু'ণা'স্ত্র। এই টর্পে'ডো বানিয়েছে ডিআরডিও। সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে