আন্তর্জাতিক ডেস্ক : কোনও করোনা পজিটিভ রোগী না থাকায় দক্ষিণ গোয়া জেলাকে গ্রিন জোন ঘোষণা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত। একইভাবে ২ জন করোনা আক্রা'ন্তের সন্ধান মেলায় উত্তর গোয়া জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী এই জোন বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন।
প্রমোদ সাওয়ন্ত বলেন, আগে দক্ষিণ গোয়াতে একজনের শরীরে মা'রণ বাইরাসের জীবা'ণু মিলেছিল। তিনি এখন সম্পূর্ণ সেরে উঠেছেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি দেশের বর্তমান পরি'স্থিতি বিবেচনা করে লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এদিন মোদির ভাষণের পরে পরেই রাজ্যের পরি'স্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত।
তিনি আরও বলেন, "মানুষকে অবশ্যই সমাজিক দূরত্ব বজায় রেখে চলার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে গ্রিন জোন হয়েছে বলেই মানুষকে রাস্তায় বেরিয়ে নাচতে হবে, এমনটা নয়। সামাজিক দূরত্ব এখনও খুব গুরুত্বপূর্ণ।" ১৫ এপ্রিল থেকে সরকারি কাজকর্ম শুরু করার বিষয়ে যা নির্দে'শিকা হয়েছিল। প্রধানমন্ত্রী ভাষণের পরে এদিন তা ফের স্থ'গিত হয়ে যায়। তবে তিনি আশ্বাস দিয়েছেন, ২০ এপ্রিলের পরে দেশের বেশকিছু জায়গায় লকডাউন শিথিল করা হবে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, মহামা'রী করোনা ভাইরাসের মো'কাবিলায় লকডাউনকে বাড়ানো হল। এই দেশজুড়ে একমাসেরও বেশি সময় ধ'রে চলা লকডাউনে অর্থনীতির দফারফা। তবে মানুষের প্রাণের কাছে তা মূল্যহীন। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি বলেন, "লকডাউনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমরা জীবন বাঁচাতে সঠিক পথই বেছে নিয়েছি। সামাজিক দূরত্ব ও লকডাউনে থেকে আমাদের দেশ অনেকটাই উপকৃত হয়েছে। অর্থনৈতিক দৃ'ষ্টিভ'ঙ্গি থেকে এই লকডাউন পরি'স্থিতি নিঃ'সন্দে'হে ব্যয়বহুল। তবে ভারতীয় নাগরিকদের জীবনের মূল্যের কাছে তা কিছুই নয়।"