মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ০৭:৪৭:২৬

একজন থেকে প্রায় ৬ জনের মাঝে ছড়াচ্ছে করোনা : নতুন গবেষণা

একজন থেকে প্রায় ৬ জনের মাঝে ছড়াচ্ছে করোনা : নতুন গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক : মা'রা'ত্মক ছোঁয়াচে করোনা ভাইরাস আত'ঙ্কে কাঁ'পছে পুরো বিশ্ব। সং'ক্র'মণের বি'স্তার ঠে'কাতে দেশে দেশে চলছে লকডাউন। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে এতকিছুর পরেও মা'রণ এই ভাইরাসের বিস্তার ঠেকানো সম্ভব হচ্ছে না। প্রতি মিনিটে আ'ক্রা'ন্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 

বিশ্বজুড়ে এরই মধ্যে আ'ক্রা'ন্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। মৃ'ত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার। কিভাবে এই ভাইরাস এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেটা নিয়ে ধ'ন্দে পড়েছেন বিজ্ঞানীরাও। ইমার্জিং ইনফেকশন ডিজিজেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, করোনা আক্রা'ন্ত একজন ব্যক্তি ৫ দশমিক ৭ জনকে মানে প্রায় ৬ জনকে সং'ক্র'মিত করতে পারে। 

গবেষকরা বলছেন, আমরা যে হা'রে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছিলাম এটি তার থেকেও দ্বি'গু'ণ হারে ছড়িয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের প্রাদু'র্ভাবের শুরুতে গবেষকরা জানান, করোনায় আক্রা'ন্ত একজন ব্যক্তি ২ দশমিক ২ থেকে ২ দশমিক ৭ জনকে আ'ক্রা'ন্ত করছে।

তবে গবেষকরা এখন বলছেন, নিউ মেক্সিকোতে লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা যারা উহান প্রাদু'র্ভাবের প্রাথমিক পর্যায় নিয়ে গবেষণা করেছেন তারা দেখতে পেয়েছেন, প্রতিটি বাহক প্রকৃতপক্ষে গড়ে ৫ দশমিক ৭ জনকে সং'ক্রা'মিত করেছে। করোনা সং'ক্র'মণ রো'ধ করতে শতকরা ৮২ ভাগ মানুষের রো'গ প্রতিরো'ধ ক্ষ'মতা বাড়াতে হবে বলে জানিয়েছেন গবেষকরা। 

প্রথম গবেষণায় তারা ৫৫ ভাগ মানুষের ইমিউন সিস্টেম বাড়ানোর কথা বলেছিলেন। নতুন গবেষনায় ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড ৪ দশমিক ২ দিন ধ'রা হয়েছে। পূর্ববর্তী গবেষণাতেও একই সময়ের কথা বলা হয়েছিল। তবে ভাইরাসটির উপসর্গ পুরোপুরি বুঝতে এখনও ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে বলা হয়েছে। প্রাদু'র্ভাবের শুরুতে ছয় থেকে সাত দিনের মধ্যে ভাইরাসটি উহানে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়েছিল বলে জানান গবেষকরা। সূত্র- ফোর্বস ম্যাগাজিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে