আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বহু দেশের মত ব্রিটেনেও ছ'ড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী করোনাভাইরাস। মা'র'ণ এই ভাইরাসের সং'ক্রমণ ঠে'কাতে রী'তিম'ত হি'মশি'ম খাচ্ছে দেশটির সরকার। দেশটিতে এখন পর্যন্ত ৮৪ হাজার ২৭৯ জন ম'হামা'রি এই ভাইরাসটিতে আক্রা'ন্ত হয়েছেন। এদের মধ্যে প্রা'ণ হা'রিয়েছেন ১০ হাজার ৬১২ জন। এমন ভ'য়াব'হ প'রিস্থি'তিতে করোনায় মৃ'তদের দা'ফ'নের জন্য দেশটিতে বি'শাল বি'শাল আ'কৃ'তির গ'ণক'বর খোঁ'ড়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
করোনয় মৃ'ত মুসলমানদের দা'ফ'নের জন্য দক্ষিণ পূর্ব লন্ডনে গ'ণক'বর খ'নন করা হচ্ছে। বি'পুল সংখ্যক মুসলিম স'ম্প্রদা'য়ের মানুষ মৃ'ত্যুর মু'খোমু'খি হওয়ার দা'ফনে সং'ক'ট দেখা দিয়েছে। এমন প'রিস্থি'তিতে মুসলিমদের জন্য চিজলেহার্স্টের কেমনাল পার্ক ক'বরস্থা'নে ১০ টির মতো লা'শ একসঙ্গে দা'ফ'ন করা যায় এমন গ'ণক'বর খোঁ'ড়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
ইসলাম ধর্মে মৃ'ত্যুর ২৪ ঘণ্টার মধ্যে সাধারণত দা'ফ'ন শেষ করার রী'তি রয়েছে। এছাড়া লা'শ শ্ম'শা'নে পো'ড়া'নো ইসলামে সম্পূর্ণ নি'ষি'দ্ধ। এমন প্রে'ক্ষাপ'টে বিপু'ল সংখ্যক মুসলিমদের লা'শ দা'ফ'নে গ'ণক'বরের বিক'ল্প নেই। বর্তমানে অনেক মুসলিম পরিবারকে তাদের স্বজনদের লা'শ দা'ফ'নে দুই সপ্তাহ পর্যন্ত অপে'ক্ষা করতে হচ্ছে।
গত সপ্তাহে করোনাভাইরাসের কারণে ব্রিটেনে প্রথমবারের মতো একসঙ্গে ১০ মুসলিম নারী-পুরুষকে গ'ণক'বরে দা'ফ'ন করা হয়েছে। ব্রিটেনে কভিড-১৯ এ মৃ'ত্যু হওয়া সর্বকনি'ষ্ঠ ব্যক্তি ১৩ বছর বয়সী ইসমাইল মোহাম্মদ আব্দুল ওয়াহাবসহ সেখানে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলাকে দা'ফ'ন করা হয়।
ফিউনারাল ডিরেক্টররা বলছেন, আরও ৫০ জনের মৃ'তদে'হ দা'ফ'নের অপে'ক্ষায় রয়েছে। কর্তৃপ'ক্ষ জানিয়েছে, এই কব'রস্থা'নের একটি অংশ শুধু মুসলিমদের জন্য, যা সা'ফ গ্রে'ইভ'স নামে পরিচিত। এখানে ইসলামী রী'তি অ'নুসা'রে মৃ'তদে'হগুলো পৃ'থকভাবে সা'মাধি'স্থ করা হবে। মৃ'তদের কা'ফনে আ'চ্ছাদি'ত করা হবে প্রথা অ'নুসারে পবিত্র মক্কার দিকে মু'খ করে। এ ছাড়া মৃ'তের সংখ্যা বৃ'দ্ধি পাওয়ায় আরও ৬টি গ'ণক'বরের পরিক'ল্পনা নেওয়া হয়েছে।
ক'বরস্থা'নের বিশেষ প্রকল্প পরিচালক রিচার্ড গোমারসাল জানিয়েছেন, বর্তমানে বেশির ভাগই দা'ফন বা শেষকৃ'ত্যের অনুষ্ঠান হচ্ছে করোনাভাইরাসজ'নি'ত। আমরা ব্যক্তিগত প্লটগুলোর চাহি'দা পূ'রণ করতে পারছি না। আমরা কীভাবে দ্রু'ত দা'ফ'ন করতে পারি সে জন্য ইসলামিক স্ক'লা'রদের প'রাম'র্শ নিচ্ছি।
লন্ডনে মুসলিমদের দা'ফ'ন করার জন্য মাত্র দুটি কব'রস্থা'ন রয়েছে। বিপুল সংখ্যক লা'শ আসায় সেখানে সবার জন্য ব্যক্তিগত প্লট দেওয়া সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে এরই মধ্যে দুই গ'ণক'বর খ'নন করা হয়েছে। যা গ'ভীর'তায় ১ দশমিক ৫ মিটার এবং খ'ন'ন করতে প্রায় অর্ধেক দিন সময় লে'গেছে। আরও গ'ণক'বর খ'ননের পরি'কল্প'না নেওয়া হয়েছে।
সূত্র- মিরর ইউকে।