মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ১১:১২:৪৭

এবার পায়ে দেখা যাচ্ছে করোনায় আক্রা'ন্তের চিহ্ন?

এবার পায়ে দেখা যাচ্ছে করোনায় আক্রা'ন্তের চিহ্ন?

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বে করোনায় আক্রা'ন্তের সংখ্যা ও মৃ'ত্যুর সংখ্যা সময়ের সঙ্গে পা'ল্লা দিয়ে বা'ড়ছে। করোনাভাইরাসে আক্রা'ন্ত হলে সাধারণ কয়েকটি লক্ষণ দেখা দেয়। প্রথমে শুকনো কাশি ও জ্বর লক্ষ্য করা যায়। পরে এই মা'রণ ভাইরাস ফুসফুসে তা'ণ্ড'ব চা'লায়। করোনার লক্ষণ দেখা দিলেই রোগীকে চিকিৎসকের পরামর্শে কোয়ারেন্টিনে বা আইসোলেশন থাকতে বলা হচ্ছে। 

করোনা নিয়ে প্রতিদিনই নতুন নতুন ত'থ্য জানাচ্ছেন গবেষকরা। কয়েক দিন আগে জানানো হয়, কোনো লক্ষণ দেখা দেওয়া ছাড়াও যেকোনো ব্যক্তি করোনায় আক্রা'ন্ত হয়ে থাকতে পারেন। আর এবার বলা হচ্ছে, পায়েও দেখা দিতে পারে করোনায় আক্রা'ন্ত হওয়ার চিহ্ন। আ'ঘা'তের চি'হ্নের মতো দেখা দিতে পারে করোনায় আক্রা'ন্ত হওয়ার চি'হ্ন। পায়ের আঙুলে আ'ঘা'ত পাওয়ার পর যেমন অবস্থা দেখা দেয়; করোনায় আক্রা'ন্ত হলেও তেমন আ'কার ধা'রণ করতে পারে। 

করোনায় ইউরোপের সবচেয়ে ক্ষ'তিগ্র'স্ত দেশ স্পেন। দেশটির চিকিত্সা বিশেষজ্ঞরা বর্তমানে তদ'ন্ত করছেন এই বিষয়টি নিয়ে। যাদের মধ্যে ভাইরাস রয়েছে তাদের পায়ে ক্ষু'দ্র ক্ষ'ত চি'হ্ন বা আ'ঘা'তের চি'হ্নের মতো কিছু রয়েছে কি-না তা খতিয়ে দেখছেন তারা। গত বৃহস্পতিবার স্পেনের জেনারেল কাউন্সিল অব অফিশিয়াল পডিয়েট্রিস্ট কলেজ একটি বিবৃতি শেয়ার করেছে। সেখানে বলা হয়, বেশ কয়েক জন করোনাভাইরাসের আক্রা'ন্ত রোগীর পায়ে ক্ষ'ত রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রা'ন্ত রোগীদের পায়ে কয়েকটি চি'হ্ন পাওয়া গেছে। এগুলো দেখতে বেগুনি বর্ণের আ'ঘা'তের চি'হ্ন ও ক্ষ'তের মতো। চিকেনপ'ক্স, হাম বা চি'লব্লে'নের সাথে খুব মিল রয়েছে এসব চি'হ্নের। সাধারণত পায়ের আঙুলের ওপর এগুলো দেখা গেছে। তবে কোনো রকম চিহ্ন না রেখেই এগুলো আবার ভালো হয় যায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এটি এক ধরনের কৌতূহলী আবিষ্কার। চ'র্ম বিশেষজ্ঞ ও পোডি'য়াট্রি'স্টদের মতে, ইতালি ও ফ্রান্সের পাশাপাশি স্পেনের অসংখ্য কভিড-১৯ রোগীর মধ্যেও এই ক্ষ'ত চি'হ্ন লক্ষ্য করা গেছে।

করোনায় আক্রা'ন্ত কিশোর ও শিশুসহ অল্প বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ক্ষ'তগুলো বেশি দেখা গেছে। তবে কয়েক জন প্রাপ্তবয়স্কদের মধ্যেও এগুলো ছিল। এই বিয়ষটি নিয়ে বিস্তর গবেষণা করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

করোনা আক্রা'ন্তের পায়ের চি'হ্নটি প্রথম ধ'রা পরে ১৩ বছর বয়সী এক কিশোরের শরীরে। প্রাথমিকভাবে ধা'রণা করা হয়েছিল, কিশোরটির পায়ে হয়তো মাকড়সা কা'মড়ে'ছিল। কিন্তু কয়েক দিন পরই তার মধ্যে করোনার ল'ক্ষণ দেখা দিতে শুরু করে। এরপর বিষয়টি ন'জ'রে আসে গবেষকদের।সূত্র: মিরর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে