বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ০৪:৩০:১৪

রূপ বদলাচ্ছে করোনা, আক্রা'ন্তদের শরীরে নতুন রোগের লক্ষণ দেখা যাচ্ছে

রূপ বদলাচ্ছে করোনা, আক্রা'ন্তদের শরীরে নতুন রোগের লক্ষণ দেখা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনা ভাইরাসের উপস্থিতি৷ আক্রা'ন্ত থেকে মৃ'ত সবকিছু সংখ্যা সারা পৃথিবী জুড়ে হাতের বাইরে৷ এই অবস্থায় ভ'য় আরও বাড়ল৷ কারণ আগে যেগুলি করোনার সিম্পটম বলে মনে হত সেগুলির চেয়েও নতুন কিছু লক্ষণ দেখা যাচ্ছে আ'ক্রা'ন্তদের মধ্যে৷ করোনার নয়া লক্ষণে শরীরে সং'ক্র'মণ হলে ত্বকে কেউ কেউ জ্বালা ও ঠান্ডা অনুভব করছেন৷

একাধিক আক্রা'ন্ত ব্যক্তি বারবার মূত্রত্যাগের ইচ্ছা হচ্ছে সঙ্গে ডায়ারিয়ার লক্ষণও দেখা যাচ্ছে৷ টেস্টিকুলারে ব্যাথা বা অণ্ডকোষে ব্যাথাও অনুভব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রা'ন্ত রোগিরা৷ ভ'য়ের রো'গের এখন নতুন সিম্পটমও দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন চিকিৎসারা। এদিকে, করোনার জে'রে ধ'সে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা। শুধু তাই নয়, ভ'য়াব'হ অর্থনৈতিক স'ঙ্ক'টের মুখে দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।

আমেরিকার অর্থনীতির হাল কী ভাবে ফেরানো যায় তার স্ট্র্যাটেজি ঠিক করতে ট্রাম্প অন্তত ২০০ মার্কিন ব্যক্তিত্বকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছেন। তৈরি হয়েছে প্রায় ১৮টি দল। তার আর্থিক পুনরুজ্জীবন কমিটিতে ভারতীয় আর্থিক উপদেষ্টার সংখ্যা ৬ জন। রয়েছেন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলার মতো ব্যক্তিত্বরাও। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে