আন্তর্জাতিক ডেস্ক : সং'ক্র'মণের আশ'ঙ্কা ছিল আগেই। তাই কোনওরকম ঝুঁ'কি না নিয়ে নিজেই কোয়ারেন্টাইনে চলে গেলেন ভারতের প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এক সপ্তাহ আগে একটি বৈঠকে যোগ দেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে হাজির ছিলেন করোনায় আ'ক্রা'ন্ত কংগ্রেসের বিধায়ক ও কংগ্রেসের কাউন্সিলর।
মঙ্গলবার তাদের শরীরে করোনার উপ'সর্গ ধ'রা পড়ায় আজ কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন গুজরাটের মুখ্যমন্ত্রী। দেশজোড়া লকডাউনেও বাড়ছে করোনার সং'ক্র'মণ। আত'ঙ্কে ঘরব'ন্দি থাকলেও কমছে না সং'ক্র'মণের শ'ঙ্কা। এক সপ্তাহ আগে বৈঠকে থাকা কংগ্রেস বিধায়ক ও কংগ্রেস কাউন্সিলরের শরীরে করোনার নমুনা পাওয়ায় আ'ত'ঙ্কিত হয়ে পড়েন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তার শরীরে সং'ক্র'মণের কোনও চিহ্ন না থাকলেও বুধবার করোনা পরীক্ষা করান তিনি।
আগামী এক সপ্তাহের সমস্ত বৈঠক বাতিল করে তিনি আইসোলেশনে চলে যান। আইসোলেশন থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাবতীয় কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার বিকেলে জানা যায় কংগ্রেস বিধায়ক ইমরান খান্ডেলওয়াল করোনায় পজি'টিভ। তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। খান্ডেলওয়াল-সহ সেদিনের বৈঠকে বাকি যে কংগ্রেস বিধায়করা ছিলেন তাদের শরীরেও করোনার নমুনা রয়েছে কিনা তা জানতে পরীক্ষা করা হবে। এমনকি তিনি যে কজনের সঙ্গে দেখা করেছেন তাদের সকলকেই আইসোলেশনে নিয়ে আসার কথা ভাবা হয়েছে।
অন্যদিকে গুজরাটের আহমেদাবাদকে হটস্পট হিসেবে চি'হ্নি'ত করা হয়। এখানের সং'ক্র'মিত এলাকাগুলিকে চি'হ্নি'ত করে তা সিল করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে র্যাপিড ও র্যান্ডাম টেস্ট। ইতিমধ্যেই আহমেদাবাদের শাহপুর, কালুপুর, জামালপুর-খাদিয়া, গাইকওয়ার হাবেলি, দারিয়াপুরকে সিল করে দেওয়া হয়েছে। এমনকি পরি'স্থি'তি নিয়'ন্ত্রণে রাখতে কারফিউ জা'রি করা হয়েছে। লকডাউনের বাজারেও ক্রমে আ'ক্রা'ন্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের তরফ থেকে স'ত'র্ক করা হয়েছে। কিছু এলাকা নির্দিষ্ট করে সেখানকার লোকেদের স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন।