আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দফার লকডাউনের শুরুতেই ত্রাণের দাবিতে উত্তা'ল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার হাসনাবাদে মুড়াগাছা। বুধবার সকাল থেকেই পোস্টার ও থালা হাতে রাস্তায় বিক্ষো'ভ দেখাতে শুরু করেন মহিলারা। তাদের অভিযোগ, এই সং'কটকালেও মিলছে না ত্রাণ। এমনকী জনধন প্রকল্পের টাকাও পাচ্ছেন না তারা। পরে জনপ্রতিনিধিদের আশ্বাসে স্বাভাবিক হয় পরি'স্থিতি।
করোনার দা'পটে স্ত'ব্ধ গোটা পশ্চিমবঙ্গ। স্কুল, কলেজ থেকে কল-কারখানা বন্ধ সব। যার ফলে প্র'ব'ল অর্থ সং'কটে দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাই তাদের কথা চিন্তা করে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেশনে পর্যাপ্ত খাদ্য সামগ্রী প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছার বাসিন্দাদের অ'ভিযো'গ, প্রথম পর্যায়ের লকডাউনের শেষেও ত্রাণ সামগ্রী পাননি তারা। আর এই অভিযোগে সরব হয়েই বুধবার সকালে হাসনাবাদ-ভেবিয়া রোড অবরো'ধ করেন স্থানীয়রা। বাঁশ দিয়ে রাস্তা আ'টকে থালা হাতে শুয়ে পড়েন তারা।
টায়ার জ্বা'লিয়ে চলে বিক্ষো'ভ। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ ও জন প্রতিনিধিরা। এলাকাবাসীদের অভা'ব-অভিযো'গ শুনে সাহায্যের আশ্বাস দেন তারা। বলেন, অবিলম্বে সম'স্যার সমাধান করা হবে। প্রত্যেকে ত্রাণ পাবেন। বিক্ষো'ভকারীরা জনধন প্রকল্পের টাকার দাবি জানালে সে বিষয়টিও খ'তিয়ে দেখা হবে বলে জানানো হলে আয়ত্তে আসে পরি'স্থিতি। স্থানীয়দের কথায়, ''লকডাউনে বন্ধ কাজ। ত্রা'ণ ও মিলছে না। ফলে কার্যত অনা'হারে দিন কাটছে।'' সূত্র : সংবাদ প্রতিদিন