বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১০:৪৬:২২

হঠাৎ সৈকতের দিকে উঠে আসছে শত শত কুমির

হঠাৎ সৈকতের দিকে উঠে আসছে শত শত কুমির

নিউজ ডেস্ক : সমুদ্র সৈকত, বন, পাহাড় সবসময়ই পর্যটকদের ডাকে। আর ভ্রমণপিপাসুরা কঠোর কর্মব্যস্ততা থেকে একটু ছাড় পেতে দৌড় দেয় পর্যটন স্পটে। কিন্তু করোনা থেকে বাঁচতে প্রথম ও প্রধান ওষুধ এখন ঘরে থাকা। ফলে রাস্তায় বেরোনো বন্ধ করতে বিভিন্ন দেশের সরকার এখন লকডাউনের পন্থা বেছে নিয়েছে। 

আর লকডাউনের পর বিশ্বের বিভিন্ন স্থানের ট্যুরিস্ট স্পট জনশূন্য। আর সেই সুযোগে ওই স্থানগুলোতে ফিরে আসছে সেখানকার আদি বাসিন্দারা। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে লকডাউনের ফলে নিজেদের হারানো বাসস্থান যেন ফিরে পাচ্ছে বন্যপ্রাণীরা। 

এবার সেরকমই এক দৃশ্য  দেখা গেল মেক্সিকোর ওয়াক্সাকার সমুদ্র সৈকতে। বেশ কয়েকদিন ধরে পর্যটকদের অনুপস্থিতিতে দেশটির বিখ্যাত এই সমুদ্র সৈকতের দিকে হঠাৎ উঠে আসছে শত শত কুমির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে