বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ০১:০৮:১৬

হবু স্বামীর জন্য ১৮ বছর অপেক্ষা করলেন ফিলিস্তিনি কন্যা!

 হবু স্বামীর জন্য ১৮ বছর অপেক্ষা করলেন ফিলিস্তিনি কন্যা!

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ বছর পর গত মঙ্গলবার দখ'লদার ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছে ইসমাইল আবু ইশা। দীর্ঘ এই সময়টাতে ইসমাইল আবু ইশার জন্য অপেক্ষায় ছিলেন তার বাগদত্তা ইকরিম আবু ইশা। 

জেল থেকে মুক্তি পাওয়ার পর আবেগঘন ও ভালোবাসাপূর্ণ একটি পরিবেশের সৃষ্টি হয়। ইকরিম ফুলের মালা হাতে নিয়ে জেলখানার গেটে দাঁড়িয়েছিলেন হবু স্বামীর জন্য। এসময় তার চোখ থেকে বার বার গড়িয়ে পড়ছিল অশ্রু।

করোনাভাইরাস ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশিকার কারণে তারা একে অপরকে আলিঙ্গন করতে পারেননি। ইসমাইল আবু ইশা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অন্যান্য বন্দিদের মত ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পালন করবেন।

ইসরাইলি সেনারা ২০০২ সালের ১৫ এপ্রিল ফিলিস্তিনের বাইতুল ওজান নামক এলাকা থেকে বিদ্রহ করার অভিযোগ এনে ইসমাইল আবু ইশাকে তার বিবাহের পূর্বে গ্রেপ্তার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে