বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ০৯:১২:৩৩

গোটা বিশ্ব সফলতার মুখ না দেখলেও, করোনার ভ্যাকসিন তৈরি করে ফেললো ইতালি!

গোটা বিশ্ব সফলতার মুখ না দেখলেও, করোনার ভ্যাকসিন তৈরি করে ফেললো ইতালি!

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনা ভাইরাস বিশ্বকে মৃ'ত্যুপু'রীতে পরিণত করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এই ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করেছে। তবে দেশগুলো এখনো সফলতার মুখ দেখেনি। এরমধ্যে করোনা প্র'তিষে'ধক তৈরিতে সাফল্যের দাবি করেছে ইতালিয় এক প্রতিষ্ঠান। এপ্রিলের শেষেই মানবদেহে এটি পরীক্ষা করা হবে। 

এদিকে দেশটিতে গত ২৪ ঘ'ণ্টায় আরও ৫৭৮ জন মা'রা গেছেন। এ নিয়ে মৃ'তের সংখ্যা সাড়ে ২১ হাজার ছাড়াল। বুধবার পর্যন্ত দেশটিতে মোট আক্রা'ন্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের সহযোগিতায় ইতালির আইআরবিএম নামের এক প্রতিষ্ঠান করোনা ভাইরাসের প্রতিষে'ধক তৈরি করেছে। প্রতিষে'ধকটি পরীক্ষা করে সাফল্য পেয়েছেন গবেষকরা। 

এপ্রিলের শেষে ৫৫০ জন সুস্থ স্বেচ্ছাসেবীর দেহে এটি পরীক্ষা করা হবে। প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী কর্মকর্তার আশা, স্বাস্থ্যকর্মী ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর সেপ্টেম্বরের মধ্যে প্রয়োগ করা সম্ভব হবে। এদিকে ইতালিতে গত দু'দিনে মৃত্যুর সংখ্যা বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। এ পরি'স্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন আত'ঙ্কে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে