মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫২:১৭

এক সময়ের সমৃদ্ধ শহর এখন ভুতুড়ে নগরী

এক সময়ের সমৃদ্ধ শহর এখন ভুতুড়ে নগরী

আন্তর্জাতিক ডেস্ক : এক সময় শহরটি বিশ্ববাসীর কাছে পরিচিত ছিল সমৃদ্ধ শহর হিসেবে। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের তেল সমৃদ্ধ এই নগরটি এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সেখানে সরকারি সৈন্যদের বুটের শব্দ আর সতর্ক দৃষ্টি ছাড়া জীবনের আর কোনো চিহ্ন নেই। অতীত এখন শুধুই স্মৃতি। ইরাকি সৈন্যরা রামাদিকে কথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দখল থেকে উদ্ধার করেছে। মে মাস থেকে আইএসের দখলে থাকা এই গুরুত্বপূর্ণ শহরটির দখল ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি ঘোষণা দিয়েছেন আসছে নতুন বছরে আইএসকে তার দেশ থেকে পুরোপুরি বিতাড়িত করা হবে। আর রামাদির পর তারা এখন মসুল উদ্ধারে মনোযোগ দেবে। রামাদিতে এখন চলছে সেনাবাহিনীর তল্লাশি অভিযান। এ অবস্থায় শহরের ভেতর দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন সংবাদিক টমাস ফেসি। তিনি শহরের যে চিত্র দেখেছেন, তাকে তিনি বর্ণনা করছেন, যুদ্ধে ছিন্নভিন্ন এক ভূখণ্ড হিসেবে। এক দশকেরও বেশি সময় ধরে এই রামাদিকে সইতে হয়েছে আরো বহু সংঘর্ষের বিভীষিকা। কিন্তু আইএসের সঙ্গে এই এক সপ্তাহের লড়াইয়েই রামাদি লণ্ডভণ্ড হয়ে গেছে। ধূলিসাৎ হয়ে গেছে শহরটির নাগরিক ভূচিত্র বা ল্যান্ডস্কেপ। প্রধান সড়কগুলো এখন ইরাকি সৈন্যরা পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু ভবনের ধ্বংসস্তূপের ভেতরে একটু উঁকি দেবার সাহসও যেন কারো নেই। সবখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আইএস যোদ্ধাদের পেতে রাখা বুবি ট্র্যাপ। আর বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। ইউফ্রেটিস নদীর তীরে যে শান্ত রামাদি একদা ছিল ছবির মত সুন্দর, তা আজ ভুতুড়ে এক নগরী। নদীর উপর সেতুগুলো ভাঙ্গা। গুড়িয়ে দেয়া হয়েছে শহরের বিশ্ববিদ্যালয়টিকেও। কোনো ভবনই এখানে অক্ষত নেই। সূত্র: বিবিসি ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে