শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ০৫:০০:০৭

উত্তর কোরিয়ার করোনা মোকাবেলার রহস্য, যা অনেকের কাছেই রহস্যময়!

উত্তর কোরিয়ার করোনা মোকাবেলার রহস্য, যা অনেকের কাছেই রহস্যময়!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের থা'বায় যেখানে কু'পোকা'ত গো'টা বিশ্ব; সেখানে নি'র্বিকার উত্তর কোরিয়া। উন্নত দেশগুলো যখন রী'তিমত না'কানি-চু'বানি খা'চ্ছে পরিস্থি'তি সা'মাল দিতে; তখন একের পর এক ক্ষে'পণা'স্ত্র পরীক্ষা করছে পিয়ংইয়ং।

ইউরোপ-আমেরিকার মতো দেশ রী'তিমত হি'মশি'ম খা'চ্ছে পরিস্থি'তি সা'মল দিতে। সেখানে গেলো মাসে চার দফায় ৯টি ক্ষে'পণা'স্ত্র পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। চলতি মাসেও জাপান সাগরে বেশ কয়েকটি ক্রু'জ ক্ষে'পণা'স্ত্রের পরীক্ষামূলক উৎ'ক্ষে'পন করেছে দেশটি। চীনের প্রতিবেশি উত্তর কোরিয়ার দা'বি তারা এখনও করোনা মু'ক্ত। যা অনেকের কাছে রাহস্যময়।

শুধু ক্ষে'পণা'স্ত্র পরীক্ষাই নয়, চলছে সেনা ম'হড়াও। পিয়ংইয়ং এর দা'বি, আগে ভাগে ক'ঠোর অবস্থান নেয়ার কারণেই করোনাভাইরাস আ'ঘা'ত হা'নতে পারেনি দেশটিতে।উত্তর কোরিয়ার মহামা'রী প্রতিরো'ধ বিষয়ক বিশেষজ্ঞ পাক মিয়ং সু বলেন, শুরু থেকেই আমরা বিজ্ঞান সম্মত পদ্ধিতে এ'গিয়েছি। বিশ্বে প্রথম করোনা শ'না'ক্তের পর দেশে যতজন ঢু'কেছে সবাইকে কোয়ারেন্টাইন করেছি। এছাড়া আমাদানি কৃত সব পণ্য জীবা'নুমু'ক্ত করে না'মানো হয়েছে। পাশাপাশি, দ্রু'তই সীমা'ন্ত এবং বিমান চলাচলাও বন্ধের মতো পদক্ষে'প নেওয়া হয়। এ জন্যই একজনও আক্রা'ন্ত হয়নি করোনায়।

কোভিড-১৯ এর কারণে অনেকটা পরিষ্কার হয়ে গেছে বিশ্বে স্বাস্থ্য খাতের বে'হাল দ'শা। এখন উত্তর কোরিয়া ত'থ্য গো'পন করছে কি না সেই শ'ঙ্কা রয়েছে বাকি বিশ্বের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে