শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ০৫:১৭:১২

মা করোনায় আক্রা'ন্ত, সদ্যোজাতকে নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন নার্স!

মা করোনায় আক্রা'ন্ত, সদ্যোজাতকে নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন নার্স!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা থেকে নিরা'পদ নন কেউই। মা'রণ রোগের দা'পটে মায়ের থেকে বি'চ্ছিন্ন হয়ে যাচ্ছে সদ্যোজাতরাও। কিন্তু করোনার বিরু'দ্ধে লড়া'ইয়ে চিকিত্‍সক এবং স্বাস্থ্যকর্মীদের মানবিক মুখ বার বার সামনে আসছে। এবার ভারতের রায়পুর এইমস-এর সেরকমই এক ঘটনা সামনে আনলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

টুইটারে মন্ত্রী জানিয়েছেন, রায়পুর এইমস-এ জন্ম নেওয়া ওই সদ্যোজাতর মা করোনা ভাইরাসে আক্রা'ন্ত। তাই বলে শিশুটির যত্নে কোনও ত্রুটি হচ্ছে না। মা'রণ ভাইরাসের কারণে মায়ের থেকে বি'চ্ছিন্ন হয়ে যাওয়ায় শিশুটিকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছেন হাসপাতালের দুই নার্স। তারাই ওই শিশুটিকে দুধ খাওয়ানো থেকে শুরু করে চব্বিশ ঘণ্টা তার যাবতীয় পরিচর্যা করছেন।

টুইটারে হর্ষ বর্ধন লিখেছেন, 'এই সদ্যোজাতর মা করোনা ভাইরাস আক্রা'ন্ত। কিন্তু মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখে এই দু'জন নার্স মায়ের মতোই এই শিশুটিকে কোলে তুলে নিয়ে তার দেখভাল করছেন, তাকে দুধ খাওয়াচ্ছেন। দেশ জুড়ে নার্সিং এবং মেডিক্যাল স্টাফদের স্যালুট। রাষ্ট্রসেবা সবার আগে।'

চিকিত্‍সক এবং স্বাস্থ্যকর্মীরা যেখানে প্রাণের ঝুঁ'কি নিয়ে করোনা ভাইরাসের মো'কাবিলা করছেন, সেখানে সং'ক্র'মণের আশ'ঙ্কায় অনেক জায়গাতেই তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। কোথাও বাড়ির মালিকরা ভাড়াটে হিসেবে থাকা চিকিত্‍সক বা স্বাস্থ্যকর্মীদের ঘর ছেড়ে দিতে বলছেন, কোথাও আবার পাড়া, প্রতিবেশীরাই তাদের দূরে সরিয়ে রাখছেন। রায়পুরের এই ঘটনা সামনে আসার পর সেই প্র'ব'ণতা কিছুটা অন্তত কমবে, এমনটা আশা করাই যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে