শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪৮:০১

করোনার ভয়ে গ্রামে ঢুকতে বা'ধা, গলায় ফাঁ'স নিয়ে নবদম্পতির আত্মহ'ত্যা

করোনার ভয়ে গ্রামে ঢুকতে বা'ধা, গলায় ফাঁ'স নিয়ে নবদম্পতির আত্মহ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভয়ে গ্রামে ঢু'কতে বা'ধা দেয়ায় এক নবদম্পতি আত্মহ'ত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার জঙ্গলের ভেতর গাছের ডালে গলায় ফাঁ'স নিয়ে আত্মহ'ত্যা করেন তারা। আত্মঘা'তী দুজন হলেন- অশোক কুমার ও তার স্ত্রী।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, চার মাস আগে বিয়ে করেন অশোক। সম্প্রতি কাজের খোঁ'জে স্ত্রীকে নিয়ে ভারতে উত্তরাখণ্ড থেকে পাঞ্জাব যান তিনি। করোনার কারণে ফিরে এলেও গ্রামে ঢুকতে পারেননি অশোক। এরপর গ্রামের বাইরে একটি স্কুলে আরও কয়েকজনের সঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন অশোক কুমার ও তার স্ত্রী। 

তাদের কোনো করোনা উপসর্গ না থাকলেও বাইরে থেকে আসায় কোয়ারেন্টিনে থাকতে হয়ে। কিন্তু গ্রামের লোকেরা তাদের নিজেদের ঘরে ঢুকতে না দেয়ায় অ'বসা'দ থেকেই স্ত্রীকে নিয়ে তিনি উত্তরাখণ্ডের তিপ্পারপুর গ্রামের পাশের জঙ্গলে আত্মহ'ত্যা করেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার কোয়ারেন্টিন সেন্টার থেকে স্ত্রীকে নিয়ে পাশের জঙ্গলে যান অশোক। পরে একটি গাছের ডাল থেকে তাদের ঝুল'ন্ত মৃ'তদেহ উ'দ্ধার হয়। তবে তাদের মৃ'ত্যুর পেছনে আর কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে