শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ০৯:১১:৫১

বাড়িতে থাকতে বলায় পুলিশকর্মীদের পে’টালো যুবকরা

বাড়িতে থাকতে বলায় পুলিশকর্মীদের পে’টালো যুবকরা

আন্তর্জাতিক ডেস্ক : বিনা প্রয়োজনে বাড়ি থেকে বে’রিয়ে রাস্তায় অহে’তুক ঘো’রাঘু’রি করছিলেন তারা। বাড়িতে ফিরে যেতে বলা হলে পুলিশকর্মীদের ওপর চ'ড়াও হল উত্তে'জিত যুবকরা। ঘ’টনাটি ঘ’টেছে ভারতের রাজস্থানের টঙ্ক জেলার। পুলিশ সূত্রে খবর, কোতয়ালি থানার পঞ্চবট্টি এলাকার কসাই মহল্লায় ট’হল দিচ্ছিলেন পাঁচজন পুলিশ কর্মী। সকাল ৮টা নাগাদ এই ঘ’টনা ঘ’টে। 

যে সব লোকজন ঘো’রাফে’রা করছিলেন, তাদের বাড়ি ফেরত যাওয়ার নির্দে'শ দেন পুলিশ কর্মীরা। কা’র্ফু চলছিল বলেই এই নির্দে'শ। তবে তা মা’নতে চাননি ওই ব্যক্তিরা। শুরু হয় বচ’সা। তারপরেই পুলিশ কর্মীদের ওপর চ'ড়াও হন অভিযু'ক্তরা। গু'রু'তর আহ'ত হন পুলিশকর্মীরা। তাদের সরকারি হাসপাতালে ভরতি করা হয়। এদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিত্‍সার পর ছে’ড়ে দেওয়া হলেও, বাকি তিনজনের চিকিত্‍সা চলছে। 

টঙ্কের অ্যাডিশনাল পুলিশ সুপার বিপিন শর্মা বলেন, পুলিশ কর্মীদের বে'ধড়’ক পে'টা’নো হয়। গু'রু'তর আহ'ত হন তারা। ঘট'নাস্থ'লে অতি'রিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়। পরে পরি'স্থিতি নিয়ন্ত্র’ণে আসে। রাজেন্দ্র, রাজারাম, রাজেশ, ভাগচন্দ ও আশারাম নামের পুলিশ কর্মীরা আহ'ত হন বলে খবর। এদের মাথায় আঘা'ত লে'গেছে। ইতিমধ্যেই ৭ জনকে আ'টক করা হয়েছে। বাকিদের খোঁ'জে ত'ল্লা'শি চলছে। আ'টক ব্যক্তিদের জিজ্ঞা’সাবাদ করা হচ্ছে। একটি মামলাও দায়ের করা হয়েছে।

রবিবারই পাঞ্জাবের পাতিয়ালার সানউর এলাকার সবজি বাজার এলাকায় পুলিশকে মা'রধ'রে ঘ’টনা ঘ’টে। রবিবার সকাল ৬.১৫ নাগাদ শিখ সম্প্র’দায়ের নিহা’ঙ্গ গো'ষ্ঠীর একদল সম’র্থককে য’ত্রত’ত্র ঘু’রে বেড়াতে দেখা যায়। লকডাউন থাকা সত্ত্বেও তারা বাজারে প্রবেশ করতে চেয়েছিল। পুলিশ সূত্রে খবর, সেই সময় বাজারের কমিটি সদস্যরা তাদের আ’ট'কাতে যায়। উপস্থিত পুলিশ কর্মীরাও বা'ধা দেন। ওই ব্যক্তিদের কাছ থেকে কা’র্ফু পাস দেখতে চান। এরপরেই পুলিশের ওপর হা'মলা চা’লায় নিহা’ঙ্গ স’ম্প্রদা’য়ের লোকজন।

উপস্থিত এএসআই হরজিত সিংয়ের হাত কে’টে দেয় তারা বলে অভি’যো'গ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদর পাতিয়ালার স্টেশন হাউস অফিসার বিলকর সিং ও আরেক এএসআই রাজ সিংও গু’রুত’র আহ'ত হন এই হা'মলায়। তাদের হাতে, কাঁধে ও পায়ে চো'ট লা’গে। এই ঘ’টনার পরেই হাম'লাকারীরা এলাকা ছে’ড়ে পা’লায়। তাদের পিছু ধা'ওয়া করে পুলিশ। ঘন্টাখানেকের মধ্যে বালবেরা গ্রামের গুরদোয়ারা থেকে হাম'লাকা’রীদের মধ্যে ৮ জনকে পুলিশ গ্রেফ’তার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে