আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের তা'ণ্ডবে আরও বেসা'মাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধ'র রাষ্ট্র আমেরিকা। প্রাণঘা'তী এই ভাইরাসে দেশটিতে মৃ'তের সংখ্যা ভ'য়ঙ্ক'র হারে বা'ড়ছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃ'তের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার বে'ড়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি ও পিটিআই’র বরাত দিয়ে আউটলুক ইন্ডিয়া।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ত'থ্যের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ নতুন মৃ'ত্যু হয়েছে ৪,৪৯১ জনের, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২,৯১৭ জন! তবে ওয়ার্ল্ডওমিটারের ত'থ্যানু'যায়ী দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬১৭।
সিএনএনও জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃ'তের সংখ্যা ৩২ হাজার ছা'ড়িয়েছে। তবে সবশেষ ২৪ ঘণ্টার হিসেব তুলে ধ'রেনি তারা।একদিনে দেশটিতে করোনায় নতুন আক্রা'ন্তের সংখ্যা ২৯ হাজার ৬৯০ জন। তাতে মোট আক্রা'ন্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার।করোনায় মৃ'ত্যুর মি'ছিল বেশি নিউ ইয়র্কে। প্রদেশটিতে এরই মধ্যে মৃ'তের সংখ্যা ১১ হাজার ছা'ড়িয়েছে।