আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি ব'ন্দীদের অ'বস্থা শো'চনীয়। করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়ায় স'ম্প্রতি ফিলিস্তিনের ইসলামী প্র'তিরো'ধ আ'ন্দোলন হামাস ইসরাইলের সঙ্গে ব'ন্দী-বিনিময়ের প্রস্তাব দিয়েছে যাতে অসুস্থ, বৃদ্ধ, নারী ও শিশু ফিলিস্তিনি ব'ন্দীদের মু'ক্ত করা যায়। শ'র্ত-সাপে'ক্ষে প্রস্তাব মে'নে নিলেও আলোচনার নামে ইসরাইলি নেতারা ধোঁ'কা দিতে পারে বলে আশ'ঙ্কা করছে হামাস। কুদস নিউজ
ফিলিস্তিন ব'ন্দি বিষয়ক কমিটি জানিয়েছে, ইসরাইলিদের কা'রাগা'রে ৫ হাজার ৮০০ নি'রপরা'ধ ফিলিস্তিনি ব'ন্দী রয়েছে। যাদের ৬২ জন নারী ও ২০০ জন শিশু। আল কুদস ডটকম
ফিলিস্তিনি স্ব'শাসন-কর্তৃপক্ষের শা'সিত এলাকার বাইরে রাখা এই ফিলিস্তিনি ব'ন্দীদের ওপর সব ধরনের শা'রীরিক ও মানসিক নি'র্যা'তন চা'লিয়ে যাচ্ছে ব'র্ণবা'দী ইসরাইল। ৫৪০ জন ফিলিস্তিনি ব'ন্দীকে প্র'হস'নের বিচারে কয়েকবার করে যাব'জ্জীবন কা'রাদ'ণ্ড দেয়া হয়েছে। ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ইসরাইলের পৈ'শা'চিক নানা নি'র্যাতন, অ'বহে'লা ও হা'ম'লার শি'কার হয়ে মা'রা গেছেন ২২২ জন নি'রপরা'ধ ফিলিস্তিনি ব'ন্দী। এদের ৬৭ জন মা'রা গেছেন চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা না থাকায়।
সম্প্রতি ইসরাইলি কারাগারের অসু'স্থ চিকিৎসক ও কা'রার'ক্ষীদের মাধ্যমে ৪ ফিলিস্তিনি ব'ন্দী করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন।