শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ০২:০৮:৪৭

ফিলিস্তিনিদের করোনা পরীক্ষার ক্লিনিক গুঁ'ড়িয়ে দিলো ইসরায়েল

 ফিলিস্তিনিদের করোনা পরীক্ষার ক্লিনিক গুঁ'ড়িয়ে দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে করোনাভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক গুঁ'ড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকার একটি মসজিদে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল।

মঙ্গলবার রাতে প্রথমে সেটি বন্ধ করে দেয়া হয় এবং পরদিন সকালে বুলডোজার দিয়ে গুঁ'ড়িয়ে দেয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লিনিকটি পরিচালনা করায় ইসরায়েলি সেনারা সেটি বন্ধ করে দেয়। এছাড়া ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় এবং শহরের পূর্বাঞ্চলে চলাচল সীমিত করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে