আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার দেশটির স্বাস্থ্য সচিব লাব আগারওয়াল জানিয়েছেন, বর্তমানে করোনাভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগছে প্রায় ৬ দিন। লকডাউন ঘোষণা করার আগে এই সংখ্যা দ্বিগুণ হয়েছিল মাত্র ৩ দিনেই। সং'ক্রামক রোগ বিশেষজ্ঞরা গত সাত দিনের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে করোনা সং'ক্রমণ বৃদ্ধির পরিমাণ ছিল মাত্র ১.২ শতাংশ। অথচ লকডাউনের আগে ১৫ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত সং'ক্রমণ বৃদ্ধির এই হার ছিল প্রায় ২.১ শতাংশ।
গবেষকদের দাবি, কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা বাড়ানোর পর থেকে সং'ক্রমণ বিস্তারের পরিমাণও ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সং'ক্রমণ দ্বিগুণের হার গড় দ্বিগুণ হওয়ার হার থেকে কম।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১,১৭৬ জন এবং মৃ'ত্যু হয়েছে আরও ৩১ জনের। শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন মোট ১৪,১২৩ জন, মৃ'ত্যু হয়েছে মোট ৪৭৪ জনের এবং সুস্থ হয়েছেন ১,৯৭৬ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা পূর্বের তুলনায় বাড়ছে। দেশটিতে সুস্থ হওয়া কোভিড-১৯ রোগী এবং মৃ'তের সংখ্যার অনুপাত ৮০ ও ২০, যা অন্যান্য দেশের চেয়ে বেশি।