আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের থা'বা পড়েছে এবার ভারতের নৌবাহিনীতে। মুম্বাইয়ে অবস্থিত দেশটির একটি নৌঘাঁটিতে মহামা'রী এ ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন অন্তত ২১ নৌসেনা। শনিবার এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী তাদের সদস্যদের শরীরে করোনা শনা'ক্তের কথা নি'শ্চিত করেছে। খবর বিবিসি ও এনডিটিভির।
ভারতের নৌ কর্তৃপক্ষ জানায়, মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রধান নৌঘাঁটি আইএনএস অ্যাঙ্গর। এই ঘাঁটির সদস্যদের একটি আবাসনে থাকা ২১ সেনার শরীরে করোনা শনা'ক্ত হয়েছে। ওই নাবিকদের শরীরে প্রাথমিকভাবে করোনা সং'ক্র'মণের কোন লক্ষণই দেখা যায়নি।
নাবিকদের শরীরে করোনা শনা'ক্ত হওয়ার পরই পুরো ব্লকটিই লকডাউন করে রাখা হয়েছে। আর আক্রা'ন্ত ওই নাবিকদের শহরের একটি নৌ হাসপাতাল অশ্বিনীতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ৭ এপ্রিল মুম্বাইয়ে এক নৌসেনার শরীরে কোভিড-১৯ শনা'ক্ত হয়; তার সং'স্প'র্শে আসা সদস্যদের পরীক্ষা করেই নতুন আক্রা'ন্তদের শনা'ক্ত করা হয়।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যেই ওই নাবিকরা কাদের সং'স্পর্শে এসেছিলেন, সে ব্যাপারেও খোঁ'জ নেওয়া হচ্ছে। সং'স্পর্শে আসা ব্যক্তিদের চি'হ্নিত ও তাদের দেহে কোভিড-১৯ শনা'ক্তের কার্যক্রম চলছে। আইএনএস অ্যাঙ্গরের কয়েকশ' মিটার দূরের ডকইয়ার্ডেই ভারতীয় নৌবাহিনীর পশ্চিম কমান্ডের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন আছে।
তবে ভারতীয় নৌবাহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, করোনা আক্রা'ন্ত নাবিকদের থেকে এখনও পর্যন্ত কোনও যুদ্ধজাহাজ বা সাবমেরিনে কর্মরত কোনও নৌসেনা বা নাবিকের শরীরে সং'ক্র'মণ ছড়িয়ে পড়েনি। এর আগে ভারতীয় সেনাবাহিনীর ৮ সদস্যের দেহেও প্রাণঘা'তী এ ভাইরাসের উপস্থিতি মিলেছে।
মুম্বাই তথা মহারাষ্ট্র রাজ্যে করোনা ভাইরাসে মৃ'ত্যুর সংখ্যা ভারতের অন্য রাজ্যগুলোর চেয়ে অনেক বেশি। শনিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে করোনায় আক্রা'ন্ত হয়ে ২০১ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ভারতে এ পর্যন্ত মা'রা গেছেন ৪৮৮ জন। ভারতে এখন পর্যন্ত আক্রা'ন্ত প্রায় ১৫ হাজার।