শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ০৮:১৩:১৩

এবার চাপে পড়ে গোপন তথ্য প্রকাশ করলো চীন

এবার চাপে পড়ে গোপন তথ্য প্রকাশ করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা সবার প্রথমে অভি'যোগ করেছিল। এরপর পশ্চিমের অনেক দেশ চীনের বিরু'দ্ধে এমন অভি'যোগ করেছিল। মূলত দুটি গু'রুতর অভি'যোগ ছিল চীনের বিরু'দ্ধে।

এক, উহানের পশু—পাখি বিক্রির বাজার থেকে করোনাভাইরাস ছ'ড়ায়নি। ছ'ড়িয়েছে উহানের কোনো গো'পন ল্যাব থেকে। অর্থাৎ, এই প্রাণঘা'তী ভাইরাস কৃ'ত্রিম উপায়ে সৃষ্টি। চীন জৈব অ'স্ত্র হিসাবে এই ভাইরাস ব্যবহার করতে চেয়েছিল কোনো এক সময়। কিন্তু পরীক্ষা চলাকালীন দু'র্ঘ'ট'নার জে'রে ছ'ড়িয়ে পড়ে এই ভাইরাস। চীন এমন অভি'যোগ উ'ড়িয়ে দিয়েছে।

এরপর আমেরিকার অভি'যোগ ছিল, চিন করোনা নিয়ে অনেক ত'থ্য গো'পন করছে। ডিসেম্বর করোনা ছ'ড়াতে শুরু করে। সেই সময় চীন বিশ্বকে এই ব্যাপারে সঠিক ত'থ্য দিলে পরিস্থি'তি এখন এতটা ভ'য়ান'ক হয়তো হতো না। সেইসঙ্গে, চীন করোনায় মৃ'তদের সঠিক ত'থ্য দিচ্ছে না বলেও অভি'যোগ ছিল।

এবার চা'পে পড়ে চীন জানিয়ে দিল, করোনার সব মৃ'ত্যু ন'থিভু'ক্ত হয়নি। ভাইরাস ছ'ড়াতে শুরু করার পর স্বাস্থ্যকর্মীরা উ'দভ্রা'ন্তের মতো শুধু চিকিৎসা করে গিয়েছেন। সেই সময় উহানে নিজের বাড়িতে অনেক মানুষ মা'রা গিয়েছেন। চিকিৎসা নিয়ে প্রশাসন ব্যস্ত থাকায় সেইসব মানুষদের মৃ'ত্যু ন'থিভু'ক্ত করা সম্ভব হয়নি।

অর্থাৎ, করোনায় আক্রা'ন্ত হয়ে মৃ'তদের যে সংখ্যা চীন প্র'কাশ করেছিল সেটি সত্যি নয়। করোনায় মা'রা গিয়েছেন আরো বেশি সংখ্যক মানুষ। সেটা এবার মেনে নিল চীন। এবার মৃতের তালিকায় আরো ১২৯০ জনের নাম ন'থিভু'ক্ত করা হল। অর্থাৎ, এক ধা'ক্কায় করোনা আক্রা'ন্ত হয়ে উহানে মৃ'তদের সংখ্যা বে'ড়ে গেল ৫০ শতাংশ।এই তা'লিকায় ১২৯০ জনের নাম নতুন করে ন'থিভু'ক্ত হওয়ায় গো'টা চীনে করোনায় আক্রা'ন্ত মৃ'তের সংখ্যা বে'ড়ে গেল ৩৯ শতাংশ।

তবে কেউ কেউ বলছেন, এই সংখ্যাটাও সঠিক নয়। চীনে আরো অনেক বেশি মানুষ মা'রা গিয়েছেন করোনায় আক্রা'ন্ত হয়ে। প্রশাসন ত'থ্য গো'পন করছে বলে অভি'যোগ করেছে চীনের একাধিক সংবাদমাধ্যম। নতুন হিসাব অনুযায়ী করোনার কেন্দ্রস্থল উহানেই মা'রা গিয়েছেন ৩৮৬৯ জন। জিনিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে