শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ০৯:১৩:৩৮

গরুর মৃ'ত্যুতে ভারতে লকডাউন ভে'ঙে শেষকৃত্যে শত শত মানুষের ঢল!

গরুর মৃ'ত্যুতে ভারতে লকডাউন ভে'ঙে শেষকৃত্যে শত শত মানুষের ঢল!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে পরিবারের সদস্য মা'রা যাওয়ার পরও অনেক জায়গায় লা'শ নিতে যাচ্ছেন না কেউ। আবার গরুর মৃ'ত্যুতে মানুষের ঢল! এমন আজব দৃশ্যের দেখা মিলল ভারতে। লকডাউন সফল করতে সরকার যখন নানা পদক্ষেপ নিয়েছে, ঠিক সেই সময়ে তামিলনাড়ুর মুধুবারাপট্টির গ্রামে বুধবার এক ষাঁড়ের শেষকৃত্যে জমায়েত হয়েছেন শয়ে শয়ে মানুষ। ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এমন আজব তথ্য জানা গেছে।

তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দেরও খুব কদর মানুষের কাছে। বুধবার মুধুবারাপট্টি নামে এক গ্রামে জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃ'ত্যু হয়। তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন শয়ে শয়ে গ্রামবাসী। ঘটনাটি কেউ ভি'ডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। পরে তা ভা'ইরাল হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুতে প্রায় ১২৫০জন মানুষ করোনায় আক্রা'ন্ত। তা সত্ত্বেও মধুরাপট্টি গ্রামের কয়েকশো মানুষ সামাজিক দূরত্ব না মেনে ষাঁড়ের শেষকৃত্যে অংশ নিলেন। গ্রামবাসীদের কারও মুখে মাস্ক ছিলো না।

ছড়িয়ে পড়া ভি'ডিওতে দেখা যাচ্ছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার উপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে কয়েকশ’ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে। সূত্র- আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে