আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনা ভাইরাসের ভয়া'বহ তান্ডবে কাঁপছে বিশ্ববাসী। প্রাণঘা'তী এ ভাইরাস প্রায় অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একটি ঘটনায় মহাকাশে করোনা সং'ক্রমণ পৌঁছে যাওয়ার আশ'ঙ্কাও তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গেল সপ্তাহে একটি রকেট রশিয়া থেকে মহাকাশে যাত্রা শুরু করে। এ সময় এতে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশনের ডেপুটি হেড অব এভজিনি মিকরিন ছিলেন। ফিরে আসার পর তার শরীরে করোনা ধরা পড়েছে।
রাশিয়ার স্পেশ পারসোনেলদের মধ্যে ৩০ জন এই ভাইরাসে আক্রা'ন্ত। তবে মিকরিন কীভাবে আক্রা'ন্ত হলেন তা জানা যায়নি। তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি।