রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ০৪:৪২:২৮

'কোনও নিশ্চয়তা নেই' করোনার প্রতিষেধক তৈরি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

'কোনও নিশ্চয়তা নেই' করোনার প্রতিষেধক তৈরি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভাইরাস, গোটা বিশ্বের ত্রাস। পৃথিবীর বিভিন্ন দেশের তাবড় বিজ্ঞানীরা লেগে পড়েছেন এর ওষুধ বা প্রতিষেধক তৈরিতে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক শীর্ষ কর্তা বলছেন, এসব চেষ্টাতে কোনও লাভ হবে না। অদূর ভবিষ্যতে করোনার কার্যকরী কোনও প্রতিষেধক তৈরি হওয়ার কোনও নিশ্চয়তা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ''এটা ধরে নেওয়া ঠিক না যে, খুব শীঘ্রই করোনা ভাইরাসের কোনও কার্যকরী প্রতিষেধক তৈরি হয়ে যাবে। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন শিখতে হবে।''

ডেভিড নাবারো বলছেন, ''সব ভাইরাসেরই যে নিরাপদ এবং কার্যকরী কোনও প্রতিষে'ধক তৈরি হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। এমন অনেক ভাই'রাস আছে যাদের প্রতিষে'ধক তৈরি করা অত্যন্ত ক'ঠিন কাজ। সুতরাং আপাতত আমাদের এই ভাইরাসের বি'পদের কথা মাথায় রেখেই জীবনযাত্রা বদলে ফেলতে হবে।''

নাবারোর কথায়, ''আমাদের এখন সাব'ধানতা অবলম্বন ছাড়া আর কোনও উপায় নেই। অর্থাৎ কারও মধ্যে এই রোগের উপসর্গ দেখলে তাকে এবং যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেট করতে হবে। বয়স্ক মানুষদের আগলে রাখতে হবে। আর এটাকেই স্বাভাবিক নিয়ম করে ফেলতে হবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে