রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ০৫:০২:৩৯

কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পরেই ভারতে গ্রেফতার তবলিঘি জামাতের ২৯ মুসল্লি

কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পরেই ভারতে গ্রেফতার তবলিঘি জামাতের ২৯ মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক : কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পরেই ভারতে গ্রেফতার করা হল তবলিঘি জামাতের ২৯ জন মুসল্লিকে। ধৃ'তদের মধ্যে ২৬ জন বিদেশি নাগরিকও রয়েছে। পর্যটন ভিসায় ভারতে এসে ধর্মীয় প্রচার ও লকডাউনের নিয়ম ভাঙার অ'ভিযো'গ রয়েছে তাদের বিরু'দ্ধে। 

গতমাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজে আয়োজিত তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশেও হাজির ছিল এরা। শুক্রবার রাতে মহারাষ্ট্রে আহমেদনগর থেকে গ্রেফতার করার পর স্থানীয় একটি আদালতে তোলা হয়। এরপর শনিবার ২৬ জন বিদেশিকে ২৪ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত ও তিনজন ভারতীয়কে জামিন দেন বিচারক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মার্চে দিল্লির নিজামুদ্দিনে হওয়া তবলিঘি জামাতের সমাবেশ যোগ দিয়েছিল। সেখান থেকে ফিরে মহারাষ্ট্রের আহমেদনগর, নেভাসা ও জামখেড় এলাকার বিভিন্ন মসজিদে লু'কিয়ে ছিল তবলিঘি জামাতের ৩৫ জন সদস্য। বিষয়টি জানতে পারার পরেই ওই মসজিদগুলিতে তল্লা'শি চালিয়ে তাদের আ'টক করে পুলিশ। ছ'জন করোনা আক্রা'ন্তকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি বাকিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। 

পাশাপাশি ওই ২৯ জনের নামে গত ৫ এপ্রিল মহারাষ্ট্র কোভিড-১৯ নিয়ন্ত্রণ আইন, মহামা'রি রো'ধ আইন, জাতীয় বিপ'র্যয় মো'কাবি'লা আইন ও বিদেশ নাগরিক আইনের বিভিন্ন ধা'রায় মামলা দায়ের করা হয়। আর শুক্রবার কোয়ারেন্টাইন থেকে বেরোতেই তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ৩৫ জনের মধ্যে তিনজন ভারতীয় ও তিনজন বিদেশির শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছিল। তাই তাদের হাসপাতালে ভরতি করার পাশাপাশি বাকি ২৯ জনকে সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। শুক্রবার তার সময়সীমা শেষ হয়। এরপরই শনিবার তাদের গ্রেফতার করে পুলিশ। বিদেশিদের মধ্যে আইভরি কোস্টের আটজন, ইন্দোনেশিয়া, ব্রুনেই ও দিবুতির চারজন, তানজানিয়ার তিনজন আর ইরান, বেনিন ও ঘানার একজন করে নাগরিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে