রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ০৬:২৪:৫৮

করোনা মহামা'রীর মধ্য এবার মুসলিমদের নি'শানা করে বিদ্বে'ষ ছড়ালেন ডোনাল্ড ট্রাম্প!

করোনা মহামা'রীর মধ্য এবার মুসলিমদের নি'শানা করে বিদ্বে'ষ ছড়ালেন ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুমিছিল। আর তাতেই খানিকটা দিশে'হারার মতো আ'চরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও তার আমলে হওয়া মহামা'রির জন্য দা'য়ী করছেন সাবেক প্রেসিডেন্ট ওবামাকে। কখনও আ'ক্র'মণ শা'নাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বি'রু'দ্ধে আবার কখনও হু'মকি দিচ্ছেন চীনকে। 

এবার তার নিশা'নায় মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমরা এবং সেদেশের উদারনৈতিক সমাজ। সামনেই রমজান মাস। ট্রাম্পের ধা'রণা, রমজান শুরু হলে আমেরিকান মুসলিমরা আর লকডাউন বা সামাজিক দূরত্ব কোনওটাই মানবেন না। এবং স্থানীয় প্রশাসনগুলিও তাদের মদত দেবে। মার্কিন প্রেসিডেন্ট মুখে একথা প্রকাশ্যে না বললেও, তার ই'ঙ্গিত তেমনই।

ট্রাম্প বলছেন, ''আমাদের দেশে চার্চে যে পরিমাণ ক'ড়াক'ড়ি করা হয়, মসজিদে তেমন হয় না। আমি আশা করব এবার মুসলিম এবং অন্যান্যদের একইরকম গুরুত্ব দেওয়া হবে।'' মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ''আমি এমন একজন, যে ধর্মে বিশ্বাস করে। সে যে ধর্মই হোক না কেন। কিন্তু আমাদের নেতারা আলাদা আলাদা ধর্মকে আলাদারকম গুরুত্ব দেয়। আমার মনে হয় খ্রিস্টানদের বিশ্বাসকে এখানে অন্যভাবে দেখা হয়। খ্রিস্টানদের সাথে অন্যা'য় করা হয়।''

মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, সদ্য ইস্টারে আমেরিকায় যেভাবে বি'ধিনিষে'ধ পালন করা হয়েছে, সেটা রমজানের ক্ষেত্রে নাও হতে পারে। তিনি বলছেন, ''আমার মনে হয় আলাদা আচরণ করা হবে। আমাদের দেখতে হবে কি হচ্ছে। আমি এই দেশে অনেক বিভে'দমুলক আচরণ দেখেছি।'' সম্প্রতি এক মার্কিন সেনেটার একটি টুইট করেন। 

যাতে প্রশ্ন তোলা হয়েছিল, আমেরিকায় যেভাবে ইস্টারে বা'ধা দেওয়া হল, মুসলিমদের সঙ্গেও তেমন আচরণ করা হবে কিনা? ট্রাম্প সেই টুইটটিকেও রিটুইট করেন। তারপরই শুরু হয় বিত'র্ক। মার্কিন মুলুকের বেশ কয়েকটি সংখ্যাল'ঘু সংগঠন ইতিমধ্যেই প্রেসিডেন্টের বক্তব্যের বিরো'ধিতা করেছে। ট্রাম্পের বি'রু'দ্ধে বিদ্বে'ষ ছড়ানোর অভিযো'গ তুলছে তারা। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে