রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ০৭:১১:৪৭

পাকিস্তানে পবিত্র রমজানে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল ইমরান সরকার

পাকিস্তানে পবিত্র রমজানে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল ইমরান সরকার

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক দূরত্ব ও লকডাউন করে যেখানে করোনা সং'ক্র'মণ রোখার চেষ্টা চলছে সেখানে একপ্রকার উ'ল্টোপথেই হাঁটার সিদ্ধান্ত নিল পাকিস্তান। সং'ক্র'মণ রু'খতে যেখানে দুনিয়ার বহু মসজিদে নামাজ ব'ন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে রমজানের নামাজ জামায়েতে পড়ার অনুমতি দিল ইমরান খান সরকার।

গতকাল শনিবার পাকিস্তানের ধর্মীয় নেতা, বিরো'ধী দলের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, রমজানের বিশেষ প্রার্থনা জমায়েত করেই হবে। আলভি বলেন, এনিয়ে ২০ দফার একটি পরিক'ল্পনা করা হয়েছে। ধর্মীয় ও বিরো'ধী নেতাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৫০ বছরে বেশি বয়সের ব্যক্তিদের ওই জামায়েতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না।

এদিকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ধর্মীয় নেতারা রমজানের প্রার্থনার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বাজায় রাখার প্রতিশ্রু'তি দিয়েছেন। পাশাপাশি সরকারের সব গাইডলাইন মেনে চলার ব্যাপারে সম্মত হয়েছেন। পাকিস্তানের উলেমা কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে তারাবির নামাজে সরকারের সব নির্দে'শিকা মেনে চলা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে