রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ০৮:৫২:৫২

এই ছবিই কি প্রমাণ যে চীনের ল্যাবে ভাইরাস তৈরি হয়েছিল?

এই ছবিই কি প্রমাণ যে চীনের ল্যাবে ভাইরাস তৈরি হয়েছিল?

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘা'তী করোনাভাইরাস কি উহানের ল্যাব থেকেই ছ'ড়িয়ে পড়েছে? গো'টা বিশ্বে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি সাম'রিক গবেষণাগারে করোনাভাইরাস তৈরি করা হয়েছে। এরপর সেখান থেকে ভুল করে ভাইরাসটি বাইরে ছ'ড়িয়ে পড়েছে। চীন বিশ্ববাণিজ্যের দ'খলে নিতে ও দুনিয়াজু'ড়ে নিজের কর্তৃত্ব বাড়াতে এই জৈ'বা'স্ত্র তৈরি করেছে। করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়ার পর এমন অভিযোগ বিশ্বজু'ড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ রকম অভিযোগ প্রথম করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা। এরপর সেই তালিকায় যুক্ত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চীন শুরু থেকেই এটাকে ক'ন্সপি'রেসি থিওরি বা ষ'ড়য'ন্ত্র ত'ত্ত্ব বলে উ'ড়িয়ে দিতে চাইলেও এবার মনে হয় ধ'রাই খেতে হবে। ভাইরাসটি যে চীনের ওই ল্যাবেই তৈরি হয়েছিল তার কিছু অকট্য প্রমাণ এবার সামনে চলে এসেছে।

উহান সেই ভাইরো'লজি ল্যাবের ভিতরে থেকে তোলা ভিডিও ফুটে'জগুলো মু'ছে ফেলা হয়েছে, যেখানে বিজ্ঞানীরা প্রাদুর্ভা'বের আগে করোনভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। তবে একটি ছবি সামনে এসেছে, যেখানে মা'রাত্ম'ক রো'গজীবা'ণুর নমু'নায় ঠা'সা একটি ফ্রিজের ভেতর থেকে একজন গবেষককে বরফের চালি ভে'ঙে ক্ষ'তিকারক জীবা'ণু বের করতে দেখা যাচ্ছে। অত্য'ন্ত গো'পনীয় চীনা ল্যাবের অভ্যন্তরের এই বিরল ছবিটি ২০১৮ সালে চীনা ডেইলি পত্রিকা প্রকাশ করেছিল। পরবর্তীতে মু'ছে ফেললেও, আগেই ছবিগুলো বেশ কিছু শেয়ার হয়েছিল। চীনের ল্যাবের অভ্যন্তরে মহামা'রি করোনাভাইরাসের সৃ'ষ্টি হয়েছে এই ত'ত্ত্বে যারা বিশ্বাসী তাদের সন্দে'হের আ'গুনে এই ছবি ঘি ঢে'লে দিয়েছে।

উহান ইনস্টিটিউট অফ ভাইরো'লজি সা'র্স মহামা'রির পরে রো'গাক্রা'ন্ত বাদুড়দের উপর পরীক্ষা-নিরীক্ষা করছিল এবং এক হাজার মাইল দূরের প্রাণী থেকে প্রাপ্ত স্টে'নগুলি স'না'ক্ত করল যেগুলি এখন মানুষের কভিড -১৯ রোগের মূল হো'স্ট হিসাবে কাজ করছে বলে বিশ্বাস করা হয়।

বলা হয় যে, এই বাদুড়গুলি নিকটস্থ সামুদ্রিক বাজারে বিক্রি করা হয়েছিল। তবে এই ছবিগুলি বিশ্বে নতুন করে বিত'র্কের ঝড় তু'লে দেবে এতে কোন সন্দে'হ নেই। ভাইরাসটি যে উহানের ওই ল্যাব থেকেই ছ'ড়িয়েছে সেই দাবিকে এটা আরো জো'রালো করবে।

ল্যাবের ফাঁ'স হওয়া ছবিগুলো এমন সময় আবার পু'নরু'দ্ধার করা সম্ভব হয়েছে, যখন চীনা সরকারের বিরু'দ্ধে ভাইরাসটির মহামা'রি রূ'প সম্পর্কে জনগণকে সত'র্ক করতে ব্য'র্থতার অভিযোগ আনা হয়েছে। ভাইরাসটির ছ'ড়িয়ে পড়ার ছয়দিন পর চীনা সরকার স্বীকার করে যে দেশে নতুন একটি ভাইরাসের উৎপত্তি হয়েছে। ততদিনে ভাইরাসটি চীনের বাইরে ছ'ড়িয়ে গেছে। থাইল্যান্ডে প্রথম করোনা রোগী স'না'ক্ত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যারা উহানের এই ল্যাবটিতে গবেষণার জন্য ৩৭ লাখ ডলার অর্থায়ন করেছিল। দেশটি এখন বলছে মহামা'রির ধা'ক্কা কে'টে গেলে তারা এই ল্যাবের অর্থায়ন প্রত্যাহার করবে। মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও ল্যাব থেকে ভাইরাসটি ছ'ড়িয়েছে কিনা সে বিষয়ে চীনকে পরিষ্কার হওয়ার জন্য অনুরোধ করছেন। পম্পেও বলেছেন, 'চীনের উচিত ভাইরাসটি কিভাবে ছ'ড়াতে শুরু করেছিল সেটা বিশ্বকে জানিয়ে দেওয়া।  সঠিক তথ্য পেলে পৃথিবীর বিজ্ঞানীরা এটার প্রতিরো'ধের উপায় বের করতে পারবে।'

করোনা ভাইরাস উহানের ল্যাব থেকেই ছ'ড়িয়েছিল কিনা শুক্রবার সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, 'আমরা এটার দিকে ন'জর রেখেছি, আরও বহুলোক এর দিকে ন'জর রেখেছে। এটা ক্রমেই বোঝা যাচ্ছে।' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, 'তারা (চীন) একটি নির্দিষ্ট ধরণের বাদুড়ের কথা বলেছেন, কিন্তু ওই বাদুড় ওই এলাকায় ছিলই না। ওই এলাকায় বাদুড় বিক্রি হয়নি, সেটা বিক্রি হয়েছিল ৪০ মাইল দূরে।'

এর আগের দিনই ফক্স নিউজ জানিয়েছিল, মা'রাত্ম'ক ভাইরাসটি উহানের একটি ল্যাব থেকে ছ'ড়িয়েছে কিনা সে সম্পর্কে আমেরিকা পু'রো জো'র দিয়ে তদ'ন্ত চা'লাচ্ছে। বিশেষ প্রতিবেদ'নে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি পরীক্ষাগারগুলো ও রোগের প্রকো'প সম্পর্কে ত'থ্য সংগ্রহ করছে।

ভাইরাসের উৎস প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'অনেক অদ্ভু'ত জিনিস ঘটছে, কিন্তু অনেক তদ'ন্তের কাজও চলছে এবং আমরা এটা খুঁ'জে বের করছি। আমি শুধু এটুকু বলতে পারি, এটা যেখান থেকেই, যে রূ'পেই আসুক না কেন, তা চীন থেকে এসেছে। আর যার কারণে, বিশ্বের ১৮৪ টি দেশ এর ফল ভু'গছে।' সূত্র- মেট্রো ইউকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে