আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারি বাসভবনের অন্তত ৪০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট করোনায় আক্রা'ন্ত হয়েছেন কি-না; এমন কোনো খবর পাওয়া যায়নি।
করোনায় সং'ক্রমিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, প্রেসিডেন্ট কার্যালয়ের প্রশা'সনিক শাখা, জাতীয় সুর'ক্ষা কাউন্সিল এবং প্রেসিডেন্ট ঘানির চিফ অব স্টাফের কার্যালয়ের কর্মকর্তারা। কভিড-১৯ রোগে আক্রা'ন্ত কর্মীদের কোয়ারেন্টিনে পা'ঠানো হয়েছে।
দেশটিতে করোনার পরীক্ষা কম হওয়ায় প্রকৃত আক্রা'ন্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে শ'ঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানির মু'খপা'ত্র সাদিক সিদ্দিকী বলেন, করোনা পরীক্ষার আগ পর্যন্ত সব সরকারি কর্মীকে আগামী তিন সপ্তাহ ঘরে থাকার নির্দেশ দিয়েছে সিভিল সার্ভিস কমিশন।
প্রেসিডেন্ট প্রাসাদের এক কর্মকর্তা বলেন, সরকারি অন্য এক দপ্তর থেকে প্রেসিডেন্ট ভবনে আসা একটি নথির মাধ্যমেই ভাইরাসটির বি'স্তা'র ঘ'টে। তারপর থেকেই কর্মকর্তারা আক্রা'ন্ত হতে শুরু করেন। যখন করোনা পরীক্ষার ফল আসে সেই মু'হূর্তেও কিছু কর্মকর্তা সেখানে কাজ করছিলেন।
যু'দ্ধ ক'বলি'ত আফগানিস্তানে এরই মধ্যে খাদ্য ও ওষুধের স'ঙ্কট দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রা'ন্ত হিসেবে নয়শ ৯৩ জনকে শ'না'ক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩২ জন মা'রা গেছেন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশ ৩২ জন। সূত্র: নিউইয়র্ক টাইমস, ওয়ার্ল্ডোমিটার।