আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্ব, পশ্চিম বা উত্তর রাজ্যগুলিতে করোনা ভাইরাস যতটা ভয়া'ল আকার নিয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কোভিডের প্রকো'প এখনও ততটা নয়। কিন্তু লকডাউনের মধ্যে জীবজন্তু শি'কারের পরিমাণ যে ভাবে বেড়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তাতে কপালে ভাঁজ পড়েছে ভারতের বনকর্তাদের।
শুধু তো শি'কা'র করা নয়, তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাতে অন্যরাও উ'ত্সাহিত হয়ে ঘর ছেড়ে জঙ্গলমুখী হচ্ছে জীবজন্তু মা'রতে। ভারতের অরুণাচল প্রদেশের নাহারালাগুন গ্রামের একটি ভিডিও নিয়ে তো'লপা'ড় পড়ে গিয়েছে প্রশাসনের মধ্যে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামের তিন যুবক একটি প্রায় ১০ ফুটের কিং কোবরাকে মেরে নিজেদের মাথা, গায়ে জড়িয়ে ছবি তুলেছে।
তার মধ্যেই এক যুবককে বলতে শোনা যাচ্ছে, 'লকডাউনের মধ্যে মাং'স পাইনি বলে জ'ঙ্গলে গেছিলাম। আশা করি সরকারি কর্মকর্তারা কিছু মনে করবেন না। আমরা কিন্তু সাধারণত এসব করি না!' অরুণাচলের রাজধানী ইটানগরে বন দফতরের সদর কার্যালয়ে বসে এক কর্মকর্তা এই ঘটনার কথা স্বী'কার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই তিনজনকে চি'হ্নিত করা গিয়েছে। গত শুক্রবার ওই ভিডিও প্রথম নজরে আসে বনকর্তাদের।
শনিবার দুপুরে একটি তদ'ন্তকারী দল যায় নাহারালাগুন গ্রামে। ওই সাপটি কী প্রজাতির তা জানতেই গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তারা। তবে মূল অভিযুক্ত যুবক বে'পা'ত্তা বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। গোটা ঘটনায় ক্ষু'ব্ধ অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি বলেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরু'দ্ধে ক'ড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু অরুণাচল নয়। আসামেও দেখা গিয়েছে ছাল-চামড়া ছাড়ানো লেপার্ডের ছবি হোয়াটসঅ্যাপে ঘুরছে।
একটি গ্রাম থেকে লেপার্ডের দেহের টুকরো উ'দ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আসামের গোলাঘাট থানার পুলিশ। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদ'ন্ত করে.দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। রবিবার আরও একটি ভিডিও ভাই'রাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে নাগাল্যাণ্ডের জঙ্গলে হরিণ শি'কার করছে এক শি'কারি। সামগ্রিক ভাবে লকডাউন পর্বে সারা উত্তর-পূর্ব জুড়ে যে ভাবে শি'কার বেড়েছে তা উদ্বে'গজনক বলেই মনে করছেন প্রাণী বিশেষজ্ঞরা। সূত্র : অরুণাচল টাইমস