আন্তর্জাতিক ডেস্ক : করোনা; বিশ্বকে তাক লাগিয়ে দিল বাঙালি বিজ্ঞানী! নিম গাছের ছালের নির্যাসের মধ্যেই কি রয়েছে করোনা ভাইরাস মোকাবিলা করার উপাদান? আইআইএসইআর কলকাতা বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চের এক অধ্যাপিকার গবেষণায় উঠে এসেছে এ তথ্য। নিম গাছের ছালের নির্যাস ইঁদুরের শরীরে করোনা ভাইরাস আট'কাতে সক্ষম হয়েছে। এমনই গবেষণা করেছেন আইআইএসইআর এর বাঙালি বিজ্ঞানী জয়শ্রী দাস শর্মা। গবেষণা করে তিনি দেখিয়েছেন নিম গাছের ছালের নির্যাস ইঁদুরের শরীরে করোনা ভাইরাস আট'কাতে সক্ষম। এবার এই নিম গাছের ছালের নির্যাস মানুষের শরীরে করোনা ভাইরাস আ'টকাতে সক্ষম হয় কীনা তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
তবে, মানুষের শরীরে গবেষণা করার মত পরিকাঠামো এই মুহূর্তে আইআইএসইয়ারে না থাকায় সুইডেনের এক বিজ্ঞানীর সহযোগিতায় এই গবেষণা চলছে সেখানে। এই গবেষণাটি গত ১৪ই এপ্রিল আন্তর্জাতিক স্তরে গবেষণাপত্রে স্বীকৃতি পেয়েছে।
গত কয়েক বছর ধরেই আইআইএসইআর কলকাতার জীব বিজ্ঞানের অধ্যাপিকা ডঃ জয়শ্রী দাস শর্মা এবং তার গবেষক ছাত্রছাত্রী লাকি সরকার, রবি করণ পুটচালা, আব্বাস আলাও সাফিরিউ এই নিয়ে কাজ করে চেলেছেন৷ তারা পরীক্ষামূলক ভাবে ইঁদুর মডেলের ওপর করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধ ক্ষমতা এবং রোগ সৃষ্টিকারী বিষয়ের উপর গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন।
নিম একটি প্রাচীন ঔষধিগাছ যেটি আলসার, ম্যালেরিয়া এবং ক্যান্সার নিরোধক হিসেবে বহুল প্রচারিত। এই নিম ভাইরাস এবং পোষক কোষের মধ্যে সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখে। গবেষকরা জানাচ্ছেন, এই গবেষণা থেকে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে যে নিম গাছের ছালের নির্যাস ভাইরাস পোশক কোষের সঙ্গে সংযুক্তিতে সরাসরি বাধা দেয়। নিম গাছের ছালের নির্যাসের গ্রুপের উপাদানগুলির করোনাভাইরাস সং'ক্রমিত রোগ প্র'তিরোধের সম্ভাবনা রয়েছে।