সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ০৩:৪৯:৫৭

করোনায় ক্ষতি হওয়ার জন্যে চীনের কাছে জার্মানির দাবি ১৩০ বিলিয়ন পাউন্ড

করোনায় ক্ষতি হওয়ার জন্যে চীনের কাছে জার্মানির দাবি ১৩০ বিলিয়ন পাউন্ড

আন্তর্জাতিক ডেস্ক : চীনকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স দায়ী করে আসলেও এবার বার্লিন বেইজিংয়ের কাছে ক্ষতিপূরণ দাবি করে বসল। 

চীনের কাছে জার্মানি করোনার কারণে পর্যটন ব্যবসায় ক্ষতিতে ২৭ বিলিয়ন ইউরো, চলচ্চিত্র বাজার ক্ষতিতে ৭.২ বিলিয়ন, ক্ষুদ্র ব্যবসার জন্যে ৫০ বিলিয়ন ও দেশটির এয়ারলাইন্স লুফথানসার প্রতি ঘন্টার জন্যে ১ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ চেয়েছে। হিসাব কষে বলা হচ্ছে করোনার কারণে জার্মানির জিডিপি ৪.২ শতাংশ হ্রাস পেলে দেশটির প্রতিটি নাগরিককে ১ হাজার ৭৮৪ ইউরো ক্ষতিপূরণ গুণতে হবে। 

এছাড়া উহানে করোনাভাইরাসে মৃ'তের সংখ্যা আগের চেয়ে আরো ৫০ শতাংশ বৃদ্ধি করার পর বেইজিংকে আরো স'ন্দেহের চোখে দেখছে আন্তর্জাতিক বিশ^। মার্কিন গোয়েন্দাদের সঙ্গে ব্রিটিশ গোয়েন্দারা ত'ন্নত'ন্ন করে একযোগে করোনার প্রকৃত কারণ খুঁজছে। 

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চীনের এধরনের ভুল কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। যদি বেইজিং করোনাভাইরাসের কারণ পূর্বেই জেনে থাকলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে