সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ০৫:০২:২৩

করোনা মো'কাবিলায় ব্য'র্থ মমতা ব্যানার্জী সরকার; পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় দল

করোনা মো'কাবিলায় ব্য'র্থ মমতা ব্যানার্জী সরকার; পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় দল

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মো'কাবি'লায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে জানিয়েছিলেন, সেনা পাঠাবেন যদি তিনি বলেন। কিন্তু সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কোন সদিচ্ছা ছিল না। এবার রাজ্যের পরি'স্থিতি ভ'য়ান'ক হয়ে উঠেছে। এ ঘটনায় উদ্বে'গ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে আশং'কাজ'নক পরি'স্থিতির কথা জানানো হয়েছে। লেখা হয়েছে, ''লকডাউন বিধি ভা'ঙার খবর পাওয়া যাচ্ছে। এর থেকে গু'রুতর স্বাস্থ্য বি'প'ত্তি ঘটতে পারে এবং কোভিড ১৯ ছড়ানোর ঝুঁ'কিও রয়েছে। স্বাস্থ্যকর্মীদের উপর হিং'সার ঘটনা ঘটছে, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, শহর এলাকায় যানবাহনও চলাচল করছে।''

শুধু তাই নয় পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলের পরিস্থিতি ভ'য়াব'হ হয়ে উঠেছে তাও উল্লেখ করা হয়েছে। ''বিশেষ করে পরি'স্থিতি গু'রুতর ইনদওর (মধ্যপ্রদেশ), মুম্বাই ও পুণে (মহারাষ্ট্র), জয়পুর (রাজস্থান) এবং কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে (পশ্চিমবঙ্গ)।'

মমতা রাজ্যের সম্পূর্ণ পরি'স্থিতি খতিয়ে দেখার জন্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। উল্লেখযোগ্য যে, ভারত সরকার দেশের মোট ১৭০ টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা করেছিল। এর মধ্যে ছিল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা। যদিও মমতা ব্যানার্জী কিন্তু একথা বলে আসছিলেন যে, হটস্পট বলে কিছুই হয় না।

শুধু তাই নয়, মমতার রাজ্য সরকারের বিরু'দ্ধে জোড়া অভিযো'গ দাখিল করা হয়েছে হাইকোর্টে করোনার সঠিক তথ্য সরকার পক্ষ থেকে জানানো হচ্ছে না, এ বিষয়ে। শুনানিতে এও বলে হয়েছে করোনা প্রতিরো'ধে সরকার আইসিএমআর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন গাইডলাইন ফলো করছে না। রাজ্য সরকার কাজ করে চলেছে নিজের খেয়াল খুশিমতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে