সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ০৯:০৪:২৭

লকডাউনে ৭ কিলোমিটার হেঁটে প্রসূতি মায়ের সন্তান প্রসব

লকডাউনে ৭ কিলোমিটার হেঁটে প্রসূতি মায়ের সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক : প্রচ'ণ্ড প্রসব বে'দনায় কা'তর তরুণী ছুটছেন রাস্তায়। স্বাভাবিক অবস্থায় এটা কল্পনা করা যায়! কিন্তু করোনাকালে বিশ্বজুড়ে ঘটছে এমনই সব অস্বাভাবিক ঘটনা। প্রসূতি এক নারীর রাস্তায় ছুটে যাওয়ার এই ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

লকডাউনের মাঝে প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে একটি ডেন্টাল ক্লিনিকে পৌঁছান ২০ বছর বয়সী ওই তরুণী। পরে সেখানেই এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। গত ১৪ এপ্রিল বেঙ্গালুরুতে ঘটে এই ঘটনা। ডেন্টিস্ট ডা. রামিয়া এন জানিয়েছেন, এক তরুণী ১৪ এপ্রিল সকাল ৯টা নাগাদ তার স্বামীর সঙ্গে বিদ্যারানাপুরার ডেন্টাল ক্লিনিকে যান। সেই সময় ক্লিনিকে তিনি ছিলেন না। তার সহকারী ছিলেন।

ডাক্তারের কথায়, ''এত ঘণ্টা হেঁটে ওই তরুণী বিপ'র্যস্ত হয়ে পড়েছিলেন। ক্লিনিকে পৌঁছানোর ৫-১০ মিনিটের মধ্যেই তিনি একটি প্রি-ম্যাচিওর সন্তানের জন্ম দেন।'' ডা. রামিয়া আরও বলেন, 'সন্তানের জন্ম দিয়েই অজ্ঞান হয়ে পড়েন ওই তরুণী। নবজাতক শিশুটির বাবা ভেবেছিলেন শিশুটি মা'রা গেছে। এ অবস্থায় শিশুটিকে কাপড়ে জড়িয়ে রাখেন তিনি। প্রায় ২০ মিনিট বাদে তিনি ও তার স্বামী ডা. হিমানিশ সেখানে যান।

তিনি বলেন, ''আমরা দেখি বাচ্চাটা বেঁচে আছে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা আর তার মায়ের চিকিৎসা শুরু করি। তাদের প্রাথমিক চিকিৎসার পর মাল্লেস্বরমের কেজি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দিই।'' ওই তরুণী ও তার স্বামী নিজের পরিচয় জানাতে চাননি। তবে জানা গেছে যে তারা বিহার অথবা উড়িষ্যর পরিযায়ী শ্রমিক, যারা কাজের সূত্রে রয়েছেন বেঙ্গালুরুতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে