আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতকাণ্ডের পর ''মুসলমানরাই করোনা ভাইরাস ছড়াচ্ছে''- এমন গু'জব ছড়িয়েছে পুরো ভারতজুড়ে। করোনার সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে বেড়েছে ইসলাম বিদ্বে'ষ। ঘটছে নানা অপ্রী'তিকর ঘটনা। মুসলমান বলে হাসপাতালে ঠাঁই হয়নি অ'ন্তঃস'ত্ত্বা নারীর, অযত্নে জন্ম নেওয়ার পরই মা'রা গেছে নবজাতক বলে অভিযোগ উঠেছে।
ভারতের ঝাড়খন্ড ও রাজস্থান রাজ্যে সম্প্রতি এমন দু'টি ঘটনা ঘটেছে। আরও বেশ কয়েকটি রাজ্যে হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না মুসলমানরা। কোথাও হিন্দু-মুসলমান আলাদা করে দেওয়া হচ্ছে চিকিৎসা। ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খন্ডের জামসেদপুর শহরের এমজিএম হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি ৩০ বছরের অ'ন্তঃস'ত্ত্বা রিজওয়ান খাতুনকে।
'ভারতে মুসলমানরাই করোনা ভাইরাস ছড়াচ্ছে'- এমন একটি গু'জব ছড়িয়েছে। সেই গু'জবের শি'কার হন রিজওয়ান। হাসপাতালের গেটের সামনেই সন্তান জন্ম দেন তিনি। তবে নবজাতকটিকে বাঁচানো যায়নি। এরপর রিজওয়ানকে পিটিয়ে বা'ধ্য করা হয় হাসপাতালের সামনে পড়ে থাকা তারই রক্ত পরিষ্কার করতে। গত বৃহস্পতিবারের ঘটনা এটি। চলতি মাসের শুরুর দিকে রাজস্থানের ভরতপুর জেলাতেও একই রকম একটি ঘটনা ঘটে। সেখানেও বাঁচানো যায়নি নবজাতকটিকে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদে একটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের ধর্মের ভিত্তিতে ভাগ করে আলাদা আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহমেদাবাদের সিভিল হাসাপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি সরকারি নির্দে'শ। কেন্দ্রের মতোই গুজরাটেও ক্ষ'মতাসীন উ'গ্র হিন্দুত্ববা'দী দল বিজেপি। ক্ষমতাসীন এই দলের সদস্য ও সমর্থকরা ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দা'য়ী করেছে তবলিগ জামাতকে।
মার্চের মাঝামাঝি সময়ে দিল্লির একটি মসজিদে তবলিগ জামাতের সদস্যরা জমায়েত হয়েছিলেন। মার্চের শেষ নাগাদ দেখা যায়, দিল্লির মসজিদে জমায়েত হওয়াদের অনেকেই করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে ওই জমায়েতে যোগ দেন তাবলিগের সদস্যরা। জমায়েত শেষে তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন। বিজেপি এই প্রচারণা চালায় যে, ''তাবলিগের ওই সদস্যরাই ভারতে করোনা ছড়ানোর জন্য প্রধানত দা'য়ী।''
এরপর থেকেই করোনাকে কেন্দ্র করে ভারতে মুসলিম বি'দ্বে'ষ বাড়তে শুরু করে। তাবলিগের ওই সদস্যরা যখন দিল্লির মসজিদে জমায়েত হয়েছিলেন তখন ভারতে লোকসমাগম বা সামাজিক দূরত্ব মেনে চলার কোনো সরকারি নির্দে'শনা ছিল না। এমনকি ওই জমায়েতের এক সপ্তাহ পর ভারত লকডাউন করা হয়। বিজেপি সরকার এখন দাবি করছে, ভারতে করোনা ভাইরাসে আক্রা'ন্তদের ৩০ শতাংশ তবলিগ জামাতের ওই সদস্যদের সং'স্পর্শে এসেছিলেন।
উত্তর প্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লকডাউন ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। সং'ক্র'মণের ঝুঁ'কি নিয়েই ভারতের অন্যত্রও গত কয়েক সপ্তাহে একইরকমের জমায়েত হয়েছে। এমনকি তামিলনাড়ুতে লকডাউন ভেঙে গরুর শেষকৃত্যে শত শত মানুষের ঢলও দেখা গেছে। এ নিয়ে অবশ্য খুব বেশি আলোচনা-সমালো'চনা হয়নি। তাবলিগ জামাতের সদস্যদের বিরু'দ্ধে আইনি ব্যবস্থাও নিতে শুরু করেছে ভারত সরকার।
মুসলিম নেতারা এই তদ'ন্তকে স্বাগত জানিয়েছেন। তবে তারা সত'র্ক করে বলেছেন, এই তদন্ত যেন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বে'ষে পরিণত না হয়। উত্তর প্রদেশের মিরাটে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে বলা হয়েছে, 'কোনো মুসলমান করোনা আক্রা'ন্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে না।' হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এমন শ'র্ত নেই। তেলেঙ্গানার অনেক হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে না মুসলমানদের।
গত বছর বিজেপি ফের ক্ষ'মতাসীন হওয়ার পর থেকেই ভারতে সা'ম্প্রদা'য়িক উত্তে'জনা ব্যা'পক হা'রে বেড়েছে। সমালো'চনা সত্ত্বেও দলটি নাগরিকত্ব আইন সংশো'ধন করেছে ধর্মের ভিত্তিতে। আর সর্বশেষ গত ফেব্রুয়ারির শেষ দিকে দিল্লিতে বিজেপির প্রত্যক্ষ উস্কা'নিতে ঘটে গেছে র'ক্তক্ষ'য়ী হিন্দু-মুসলমান দা'ঙ্গা। সূত্র : গার্ডিয়ান, আল জাজিরা।